আসানাসোলের জেলেই জেরা কেষ্টকে, আজই পৌঁছচ্ছে CBI-র টিম! উঠে আসছে নতুন তথ্য

বাংলাহান্ট ডেস্ক : এবার অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) সংশোধনাগারে গিয়ে জেরা করবে সিবিআই (CBI)। জানা যাচ্ছে, আসানসোলের জেলেই জিজ্ঞাসাবাদ করা হবে বীরভূমের তৃণমূলের জেলা সভাপতিকে কেষ্ট মণ্ডলকে। আজ মঙ্গলবার সকালেই সেখানে পেঁছে যাওয়ার কথা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দা আধিকারিকদের। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, সকাল ১০টা থেকে ১১টার মধ্যেই আসানসোল জেলে পৌঁছবেন তদন্তকারীরা। গরু পাচার মামলায় সিবিআইয়ের যে তদন্তকারী আধিকারিকরা দায়িত্বে রয়েছেন তাঁরাই যাচ্ছেন অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে।

অনুব্রত মণ্ডলকে সিবিআইয়ের বিশেষ আদালত জেল হেফাজতে পাঠানোর রায় দেওয়ার আগেই সিবিআইয়ের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয় তারা তদন্তের প্রয়োজনে জেলে গিয়ে অনুব্রতকে জেরা করবে। আদালত সিবিআইকে সেই অনু্মতি যেন দেয়। সিবিআইয়ের আর্জি মঞ্জুরও করেন বিচারক। তারপরই সিবিআই মঙ্গলবার আসানসোল যাচ্ছে বলে জানা যাচ্ছে।

   

anubrata Mondal in Asansol Jail

গত কয়েকদিনে তদন্তকারীদের হাতে একাধিক গুরুত্বপূর্ণ নথি উঠে এসেছে। একাধিক জায়গায় জমি ও সম্পত্তির খোঁজ পেয়েছে সিবিআই। অনুব্রতকে যেদিন আদালতে তোলা হয়, সেদিন সিবিআইয়ের আইনজীবী জানান, অনুব্রতর যোগযোগ আছে এমন অনেকগুলি জায়গায় বিপুল পরিমাণ টাকার খবরও পেয়েছেন গোয়েন্দারা। শুধুমাত্র অনুব্রতই নন, এই বিপুল অর্থের সঙ্গে যোগাযোগ রয়েছে তাঁর আত্মীয়স্বজন এবং একাধিক ঘনিষ্ঠ ব্যক্তিরও। সেই টাকার উৎস কী? তা খুঁজে পেতেই এখন তদন্ত চালাচ্ছে তদন্তকারীরা। এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই এদিন তদন্তকারীরা আসানসোল জেলে যাচ্ছেন বলে জানা যাচ্ছে।

আজ অনুব্রতর বয়ান রেকর্ডও করা হতে পারে বলে জানিয়েছে সিবিআই। জানা যাচ্ছে, জেলের একটি বিশেষ ঘরে তদন্তকারী দল অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করবে, তাঁর বয়ানও রেকর্ড করা হবে। সিবিআই সূত্রে খবর, গোটা বীরভূম জেলায় একাধিক জমির খোঁজ পাওয়া গেছে। সেই সমস্ত জমির মালিকদের সঙ্গে অনুব্রতর সরাসরি যোগাযোগ রয়েছে বলেও জানা গেছে। এই তথ্যের সত্যতা যাচাই করতেই আজ আসানসোল অভিযান সিবিআইয়ের।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর