পরীক্ষা বাতিল নিয়ে বড় সিদ্ধান্ত আদালতের, ১৫ ই জুলাইয়ের মধ্যে প্রকাশিত হবে CBSC দশম ও দ্বাদশ শ্রেণীর ফলাফল

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ ১৫ ই জুলাইয়ের মধ্যে প্রকাশিত হবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (Central Board of Secondary Education) রেজাল্ট। বাকি থাকা দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিলের অনুমতি দিল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে সেইসব বিষয়ে পড়ুয়াদের নম্বর দেওয়ার প্রস্তাবনায় সবুজ সংকেত দিল শীর্ষ আদালত।

যদি কোনও শিক্ষার্থী বিশেষ পদ্ধতির মাধ্যমে প্রদত্ত নম্বর নিয়ে সন্তুষ্ট না হয়, তবে সে পরবর্তীকালে পরীক্ষায় বসার সুযোগ পেতে পারে, যার তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে এই সুবিধাটি কেবল দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উপলব্ধ, দশম শ্রেণীর ক্ষেত্রে আর কোনও পরীক্ষা নেওয়া হবে না। অ্যাসেসমেন্ট’-এর ভিত্তিতে কীভাবে পড়ুয়াদের নম্বর দেওয়া হবে, তা নিয়ে শুক্রবার সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করে সিবিএসই।

দ্বাদশ শ্রেণির বাকি থাকা পরীক্ষাগুলি এখন অনুষ্ঠিত হবে না। পরে পরিস্থিতি বিচার করে কোনও তারিখে বোর্ড পরীক্ষার্থীদের পরীক্ষায় বসতে অনুমতি দেবে।
পরীক্ষার কন্ট্রোলার সান্যম ভরদ্বাজ সরকারি বিবৃতি দিয়ে জানিয়েছেন, ‘অন্তর্বর্তী মূল্যায়ণের ভিত্তিতে এখন ফলপ্রকাশ হবে। নিজেদের স্কোর আরও ভালো করার সুযোগ পাবে দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীরা।

পরে পরিস্থিতি ভালো হলে পরীক্ষায় বসতে পারে তারা। যে ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসার সিদ্ধান্ত নেবে, তাদের সেই পরীক্ষার ফলই চূড়ান্ত স্কোর হিসেবে ধরা হবে।’ তিনি আরও জানান, ‘তবে দশম শ্রেণির পরীক্ষার্থীরা তাদের স্কোর বাড়ানোর সুযোগ পাবে না। বোর্ড তাদের যে ফল প্রকাশ করবে, সেটাই চূড়ান্ত হিসেবে গৃহীত হবে।’

একইসঙ্গে জানানো হয়েছে, পরিস্থিতির কিছুটা উন্নতি হলে দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে। তা বাধ্যতামূলক নয়। পড়ুয়ারা চাইলে সেই পরীক্ষা দিতে পারবে। সিবিএসই পরীক্ষার কন্ট্রোলার স্যানয়াম ভরদ্বাজ জানান, নিজেদের প্রাপ্ত নম্বর ভালো করার জন্য দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা আবার পরীক্ষা দিতে পারে। তা ঐচ্ছিক।

তবে যে পড়ুয়ারা ঐচ্ছিক পরীক্ষা দেবে, তাদের সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বরই চূড়ান্ত বলে বিবেচিত হবে। তার আগে অবশ্য আগামী ১৫ জুলাইয়ের মধ্যে দশম এবং দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ করা হবে। তার ভিত্তিতে বিচারপতি এ এম খানউইলকরের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ বলে, ‘সিবিএসই বোর্ড যে বিজ্ঞপ্তি দিয়েছে, তা আমরা গ্রহণ করছি।’

সম্পর্কিত খবর

X