সেমিস্টার পদ্ধতিতে ‘না’ কেন্দ্রের, কিন্তু বদল আসবে বোর্ডের পরীক্ষায়! নয়া নির্দেশ CBSE’কে

বাংলাহান্ট ডেস্ক : CBSE বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা নেওয়া যাবে না সেমিস্টার পদ্ধতিতে। তবে আগামী ২০২৫ সাল থেকে বছরে দুবার করে নেওয়া হবে পরীক্ষা। তার জন্য যাবতীয় প্রস্তুতি সেরে রাখার নির্দেশ দেওয়া হল CBSE-কে। শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে CBSE-কে।

জানা যাচ্ছে, এই নির্দেশিকা পাওয়ার পর সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের সাথে মে মাসে বৈঠক করবে CBSE। প্রসঙ্গত, নতুন নিয়ম অনুযায়ী যদি বছরে দুবার করে পরীক্ষা নেওয়া হয়, তাহলে পাঠ্যসূচি কেমন হবে সেই বিষয়টি এখন প্রধান ভাবনাচিন্তার কারণ CBSE’র কাছে। CBSE চাইছে না বছরে দুবার পরীক্ষার কারণে কলেজে ভর্তির সময়কালে পরিবর্তন আসুক।

আরোও পড়ুন : আগামী মাস থেকেই বাতিল হতে পারে বহু রেশন কার্ড! নতুন নির্দেশিকা না জানলে পড়বেন বিপদে

টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, বছরে দুবার করে পরীক্ষা নেওয়া হলে কেমন হবে পাঠ্যসূচি, কীভাবে প্রস্তুতি নেওয়া হবে স্কুলগুলির পক্ষ থেকে, কবে নাগাদ শেষ করতে হবে সিলেবাস, পরীক্ষা কেন্দ্র কোথায় হবে, এই ধরনের একাধিক বিষয় নিয়ে রূপরেখা তৈরি নির্দেশ দেওয়া হয়েছে সিবিএসই-কে।

আরোও পড়ুন: ১২টি স্পেশাল ট্রেন চলবে জয়েন্টের দিন, ঘোষণা বাড়তি মেট্রোরও! জেনে নিন সময়সূচি

কেন্দ্রের পক্ষ থেকে এই নির্দেশিকা দেওয়া হয়েছে সিবিএসই-কে (Central Board of Secondary Education)। এই নির্দেশিকায় সেমিস্টার পদ্ধতির (Semister System)উল্লেখ করা হয়নি কোথাও। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে সরকার চাইছিল বছরে দুবার করে পরীক্ষা নিতে।

board exam result students news jagranjosh new final 54

তবে সেই পরিকল্পনা এক বছর পিছিয়ে দেওয়া হয়। এই অবস্থায় যাতে পরীক্ষা ব্যবস্থায় কোনও রকম ত্রুটি না থাকে এবং পড়ুয়ারা সঠিক পদ্ধতি মেনে পড়াশোনা করতে পারেন সেই দিকে নজর দেওয়া হচ্ছে। পরিকাঠামগত চ্যালেঞ্জগুলি আগে থেকে নির্ণয় করে সেগুলিকে সমাধান করার চেষ্টা চালানো হচ্ছে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর