বাংলা হান্ট ডেস্ক : হাতে গোনা আর মাত্র দু মাস তার পরেই সিবিএসসি এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ও আইসিএসসি বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে। যদিও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফেমাধ্যমিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত করেছে ।এবার অফিসিয়ালি দশম ও দ্বাদশ শ্রেণির লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করল সিবিএসই বা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন।
তাদের অফিসিয়াল ওয়েবসাইটে 15 ফেব্রুয়ারি থেকে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হওয়ার কথা ঘোষণা করা হয়েছে। দুটি শ্রেণীর পরীক্ষা শুরু হবে একই দিনে যদিও দশম শ্রেণির পরীক্ষা শেষ হবে 20 মার্চ অবধি অন্যদিকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শেষ হবে 30 মার্চ। যদিও জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে দুটি শ্রেণির প্র্যাক্টিক্যাল পরীক্ষা নেওয়া হবে।
তবে এই প্রথমবার অন্যান্য বছরের তুলনায় কিছুটা সময় আগেই পরীক্ষার কর্মসূচি প্রকাশ্যে এনেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। যদিও গত কয়েক বছর ধরেই কিছু সময় আগে নিজেদের পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করে থাকে সিবিএসই, কিন্তু এ বছর তার থেকেও কিছু সময় আগে প্রকাশ্যে এনেছে।
বোর্ডের তরফে জানানো হয়েছে আগামী বছরের পরীক্ষার কর্মসূচি এবং বিশদ বিবরণ জানতে হলে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট http://cbse.nic.in এ গিয়ে বিস্তারিত বিবরণ পেতে পারবেন পড়ুয়ারা।