পড়ুয়াদের কমবে চাপ, বছরে দু’বার হবে CBSE দশম শ্রেণির পরীক্ষা! কবে থেকে লাগু নিয়ম?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আগামী বছর থেকে পরীক্ষা নিয়মে বড় বদল আনছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই (CBSE)। পড়ুয়াদের উপর থেকে চাপ কিছুটা লাঘব করার জন্য দুই’বারে দশম শ্রেণির পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত সহ গোটা পৃথিবীজুড়ে সিবিএসই-র ২৬০টি স্কুলে নয়া এই নিয়ম লাগু হতে চলেছে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই।

CBSE দশম শ্রেণির পরীক্ষা নিয়ে নয়া আপডেট

সম্প্রতি এই বিষয়টি নিয়ে সিবিএসই (Central Board of Secondary Education) কর্তাদের সাথে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পাশাপাশি এই বৈঠকে উপস্থিত ছিলেন এনসিইআরটি, কেভিএস ও এনভিএস-এর সদস্যরা। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকেই পরীক্ষার নিয়ম বদল সংক্রান্ত ড্রাফট প্রস্তুত করা হয়।

আরোও পড়ুন : NFT-র দুনিয়ায় ভারতের পদার্পণ, ঘোড়ার গতিতে ছুটবে TreasureNFT! জানুন বিস্তারিত

এক্স হ্যান্ডেলে সিবিএসই (CBSE) জানিয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বিদেশের স্কুলে নয়া পাঠক্রম শুরুর পাশাপাশি একাধিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এক্স হ্যান্ডেলে লেখেন, ‘সিবিএসই বোর্ডের পরীক্ষা বছরে দুবার করার জন্য নয়া রণনীতি তৈরি করছি আমরা।

আরোও পড়ুন : একী কাণ্ড! এবার ভারত-বাংলাদেশের মধ্যে “এন্ট্রি” নেবে চিন? তলে তলে হচ্ছে কী প্ল্যান?

পড়ুয়াদের (Students) উপর যাতে বাড়তি চাপ না পড়ে সেদিকে নজর রেখেই এই পরিকল্পনা। আমাদের লক্ষ্য পড়ুয়ারা চাপ মুক্ত হয়ে শেখার দিকে বেশি মনযোগ করে।’ এরই সাথে শিক্ষামন্ত্রী যোগ করেন, ‘নয়া এই নীতি বোর্ডের পরীক্ষার ক্ষেত্রে এক বিরাট সংশোধন।’ শিক্ষা মন্ত্রকের এক আধিকারিক এই বিষয়ে জানিয়েছেন, “আমাদের প্রধান লক্ষ্য পড়ুয়াদের উপর থেকে চাপ কমানো”।

CBSE class ten examination new update

পাশাপাশি তার আরোও সংযোজন, “পরীক্ষার চাপ কমিয়ে পড়ুয়ারা যাতে শুধু শেখার দিকে মনোযোগ দিতে পারে সেই বিষয়ে উদ্যোগ নিচ্ছি আমরা”। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এর আগে জানিয়েছিলেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বছরে দুবার পরীক্ষা নেবে সিবিএসই। তার সাথে জাতীয় শিক্ষা নীতি (NEP) অনুযায়ী একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা সেমিস্টারে নেওয়ার ভাবনাচিন্তা শুরু হয়েছে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X