বাংলাহান্ট ডেস্ক : সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা থাকে প্রত্যেক বাবা-মায়ের। তবে CBSE না ICSE, কোন বোর্ডে সন্তানকে ভর্তি করালে ভবিষ্যৎ সুরক্ষিত হবে তা নিয়ে দ্বিধাগ্রস্থ থাকেন অনেক অভিভাবকই। সময়ের সাথে পাল্লা দিতে গিয়ে সরকারি বা সরকার স্পন্সরড বিদ্যালয়ের বদলে আজকাল অধিকাংশ বাবা-মা ভরসা রাখছেন CBSE-ICSE বোর্ডের স্কুলের উপর।
CBSE-ICSE বোর্ডের তফাৎ কী জানেন?
শুধু কলকাতা নয়, জেলায় জেলায় বিভিন্ন বাংলা মিডিয়াম স্কুল এখন রীতিমতো ধুঁকতে শুরু করেছে পরিকাঠামো ও পড়ুয়ার অভাবে। এমন অবস্থায় বাবা-মায়েরা ভরসা রাখছেন ইংরেজি মিডিয়াম স্কুলের উপর। তবে CBSE-ICSE বোর্ডের মধ্যে কোথায় সন্তানকে ভর্তি করাবেন তা নিয়ে একাধিক প্রশ্ন ঘোরাফেরা করে অভিভাবকদের মনে।
আরোও পড়ুন : আর মাত্র ২ দিন…! দীর্ঘদিন হাসপাতালে ভর্তি! এবার পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বড় খবর
এই CBSE (Central Board of Secondary Education) এবং ICSE (Indian Certificate of Secondary Education) দুই বোর্ডের (Board) মধ্যে মূল পার্থক্যটা কোথায়? কোন বোর্ডে সন্তানকে ভর্তি করালে সুরক্ষিত হবে সন্তানের ভবিষ্যৎ? হাজারো প্রশ্নের উত্তর সহজ ভাষায় দেওয়ার চেষ্টা করা হল আজকের প্রতিবেদনে।
আরোও পড়ুন : ইলন মাস্কের সন্তানদের রবীন্দ্রনাথের বই উপহার দিলেন মোদি! বিশেষ সাক্ষাতে চমকের পর চমক
স্টেট বা রাজ্য বোর্ড : প্রত্যেকটি রাজ্যের নিজস্ব শিক্ষা বোর্ড রয়েছে, যেগুলি স্টেট বা রাজ্য বোর্ড নামে পরিচিত। আমাদের দেশের অধিকাংশ শিশু পড়াশোনা করে স্টেট বোর্ডে। রাজ্যের স্থানীয় ভাষা ছাড়াও হিন্দি ও ইংরেজিতে শিক্ষা প্রদান করা হয়ে থাকে স্টেট বোর্ডে।
CBSE বোর্ড : আমাদের দেশের সর্বত্রই রয়েছে CBSE বোর্ড। মূলত ইংরেজি ভাষাতে পড়াশোনা করানো হয়ে থাকে CBSE বোর্ডে। অনেকেই মনে করেন সিবিএসই বোর্ডের পড়ুয়ারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বেশি সফলতা লাভ করে থাকেন।
ICSE বোর্ড : ইংরেজি ভাষার উপর সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে ICSE বোর্ডে। ICSE বোর্ডে পাঠারত পড়ুয়াদের ইংরেজি জ্ঞান থাকে অত্যন্ত বেশি।
কোন বোর্ডে সন্তানকে পড়াশোনা করাবেন সেটি সম্পূর্ণভাবে নির্ভর করে পারিবারিক ভাবনা এবং সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনার উপর। যদি ভবিষ্যতে সন্তানকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসানোর ভাবনা-চিন্তা থাকে তাহলে বেছে নিতে পারেন সিবিএসই বোর্ডের স্কুল। অন্যদিকে, সন্তানকে ভবিষ্যতে উচ্চ শিক্ষার জন্য বিদেশে পাঠানোর চিন্তাভাবনা থাকলে আইসিএসই বোর্ডের স্কুল সহায়ক হতে পারে সন্তানের জন্য।
‘আই-প্যাক অসৎ, টাকা নিয়ে..,’ এ বার ফুঁসে উঠলেন কল্যাণ, একি ফাঁস করলেন!