দুর্গাপুজো মন্ডপে রয়েছে জঙ্গি হামলার আশঙ্কা, বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা

বাংলাহান্ট ডেস্কঃ দুর্গা পুজোর (durga puja) আনন্দে বাংলার ন্যায় সেজে উঠছে বাংলাদেশও (bangladesh)। করোনা আবহে পুজোর আনন্দের পাশাপাশি জারি করা হয়েছে একগুচ্ছ বিধি নিষেধও। মন্ডপে প্রবেশের ক্ষেত্রে মাস্ক, স্যানেটাইজার বাধ্যতামূলক করা হয়েছে। মানতে হবে সামাজিক দূরত্বও। সেইসঙ্গে এবারেও মন্ডপে মন্ডপে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করতে এমনই পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ সরকার।

দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও কড়াকড়ি করতে গত কয়েক বছর ধরে বাংলাদেশের পুজো মন্ডপগুলোতে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। সেই নিয়মের ব্যতিক্রম হতে এবারেও দেখা গেল না। এবারেও বাংলাদেশের পুজো মন্ডপগুলোতে বসানো হচ্ছে সিসি ক্যামেরা।

durga 8

সূত্রের খবর, আফগানিস্তানে তালিবানের উত্থানের পর থেকে বাংলাদেশের পুজোতে তালিবানী হামলার একটা আশঙ্কা করছে গোয়েন্দা দফতর। সেই কারণেই, এবার আরও বেশি নজরদারী চালানো হবে উৎসবের মরশুমে। বরিশাল পুলিশ লাইন্সের ড্রিল শেডে বুধবার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হয়েছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহম্মদ শাহাবুদ্দিন খানও। সেখান থেকেই তিনি নির্দেশ দিয়েছেন, রাজধানী ঢাকার পাশাপাশি দেশের দক্ষিণের বিভাগীয় শহর বরিশাল মহানগরের সব পুজোমণ্ডপে বসাতে হবে সিসি ক্যামেরা।

এছাড়াও দেশের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘আসন্ন শারদীয় দুর্গাপুজো শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ যাতে ভালো ভাবে উদযাপিত হয়, সেজন্য বরিশাল মহানগর পুলিশের তরফ থেকে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হচ্ছে গোটা শহরকে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপ’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর