NJP নয়, বন্দে ভারতে পাথর ছোঁড়া হয়েছিল বিহার থেকে! CCTV ফুটেজ দেখে জানাল রেল

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ৩ জানুয়ারি বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) পাথর ছোঁড়া হয়েছিল বিহার (Bihar) থেকে। বন্দে ভারত এক্সপ্রেসের সিসিটিভি ফুটেজ বুধবার গভীর রাতে প্রকাশ করেছে রেল। সেই সিসিটিভি ফুটেজ (CCTV footage) থেকে স্পষ্ট হয়েছে সেই ঘটনা। সেই ফুটেজ অনুযায়ী, নিউ জলপাইগুড়ি নয়, ৩ জানুয়ারি বিহারের কিশানগঞ্জ এলাকা থেকে বন্দে ভারতে ছোঁড়া হয়েছিল পাথর। রেলের তরফ থেকে প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে সেই ঘটনার মুহূর্তে রেলের কাছে ছিল চারজন।

রেল কর্তৃপক্ষ (Indian Railway) দাবি করেছে এই চারজন যুবকই পাথর ছুঁড়েছে রেলে। এই ঘটনার পর সারা রাজ্যে রাজনৈতিক তরজা শুরু হলেও রেলের তরফ থেকে প্রকাশিত ফুটেজ প্রমাণ করছে যে এই ঘটনা বাংলার নয়, বিহারের। এই ফুটেজ দেখে তৃণমূলের সাংসদ শান্তনু সেন দাবি করেছেন, বঙ্গ বিজেপি বাংলাকে কালিমালিপ্ত করার জন্য অপপ্রচার চালাচ্ছিল।

এই ফুটেজ থেকে স্পষ্ট হয়ে গিয়েছে, ৩ জানুয়ারি, পিলার ৪৬/২৭ থেকে ৪৬/২৫ পিলারের মধ্যে দুপুর ১২ টা ৫৫ মিনিটে পাথর ছোঁড়া হয়েছিল। রেল এলাকাটিকে শনাক্ত করেছে এই পিলার নম্বর দেখেই। রেল বলেছে এই ঘটনাটি বিক্ষিপ্ত ও দুষ্কৃতী হামলা। প্রসঙ্গত, ৩ জানুয়ারি বন্দে ভারতে পাথর ছোঁড়ার ঘটনায় ভেঙে যায় ৬ নম্বর কোচের ৭২ নম্বর সিটের পাশের জানলাটি।

vande bharat cctv

পূর্ব রেল এই ফুটেজটি পেয়েছে হাওড়া ঝিল সাইডিং থেকে। তদন্তের জন্য রেল এই ফুটেজ পাঠিয়ে দিয়েছে তদন্তকারীদের। এরই মধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে সামসি আরপিএফ ও জিআরপি। এছাড়াও রেল বিষয়টি খতিয়ে দেখার জন্য আবেদন জানিয়েছে রাজ্য পুলিশের ডিজির কাছে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X