CCTV বসবে সোনাগাছিতে, বাবুদের আনাগোনা কমে ব্যবসা বন্ধের আশঙ্কায় যৌনকর্মীরা

বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি উদ্যোগ নেওয়া হয়েছে কলকাতার রেড লাইট এলাকা (Red light area) সোনাগাছিতে (Sonagachi) সিসিটিভি (CCTV) বসানোর। কিন্তু সোনাগাছির যৌনকর্মীরা (Sex Workers) সরকারের এই সিদ্ধান্তে অখুশি। তাদের আশঙ্কা এর ফলে নষ্ট হবে গোপনীয়তা। কমবে খদ্দেরদের আনাগোনা। কিন্তু অপরাধীর দ্রুত সন্ধান পেতে সিসিটিভির প্রয়োজনীয়তা অপরিসীম। এবার সেই কথাই যৌনকর্মীদের বোঝালেন পুলিশকর্মীরা।

জানা গিয়েছে, সোনাগাছির যৌনকর্মী, দালাল থেকে শুরু করে এলাকার ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন উত্তর কলকাতার বড়তলা থানার আধিকারিকরা। পুলিশের তরফে তাদেরকে জানানো হয় যে, কয়েক মাস আগে এক যৌনকর্মী খুনের ঘটনায় সিসিটিভি না থাকার কারণে তদন্তে কি পরিমাণ বেগ পেতে হয়েছিল। ১৭০০ টি কল ডাম্প করে ভিন রাজ্য থেকে গ্রেফতার করা হয় খুনিকে। ফের যদি এই ধরনের কোনও দুর্ঘটনা ঘটে তাহলে তদন্তে বেগ পেতে হবে পুলিশকে।

তাই সুরক্ষার কথা মাথায় রেখে সকলের গোপনীয়তা বজায় রেখে বসানো হতে পারে সিসিটিভি। পুলিশের এই সিদ্ধান্তে সহমত পোষণ করেন এলাকার যৌনকর্মী ও বাসিন্দারা। সোনাগাছির গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে মোট ৩০ টি সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে বড়তলা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, পদ্ধতি বদল করে বেশ কিছু অপরাধ হচ্ছে সোনাগাছিতে। সেই অপরাধের কিনারাও করছে পুলিশ।

Sex workers

কিন্তু তোলাবাজি, লুঠ, খুন এখন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে এই এলাকায়। সেই ঘটনা বাগে আনার জন্য এবার সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নিল পুলিশ। শুধু তাই নয়, যৌনকর্মীদেরকে বোঝানো হয় অপরাধীকে চিহ্নিত করার জন্য সিসিটিভির প্রয়োজনীয়তা। বৈঠক শেষে সবাই সম্মতি দিলে অবিনাশ কবিরাজ লেন, ইমাম বক্স লেন, গরানহাটা সহ সোনাগাছির বিভিন্ন জায়গায় ৩০ টি সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর