সেনাবাহিনীর ওয়েলিংটন বেস হাসপাতালে রয়েছেন বিপিন রাওয়াত, জেনে নিন তার অবস্থা কেমন

বাংলা হান্ট ডেস্কঃ বুধবার তামিলনাড়ুর নীলগিরি জেলায় ভারতীয় সেনার (Indian Army) Mi-17V5 হেলিকপ্টার ক্র্যাশ হয়ে যায়। ওই হেলিকপ্টারে চীফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত (Bipin Rawat), ওনার স্ত্রী মুধুলিকা রাওয়াত সহ ১৪ জন আধিকারিক সওয়ার ছিলেন। এখনও পর্যন্ত ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্র অনুযায়ী, অনেকের অবস্থা শোচনীয়। জেনারেল বিপিন রাওয়াত সহ বাকি আহতদের উদ্ধার করে ওয়েলিংটন বেস হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকরা ওনাদের চিকিৎসা করছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী বিপিন রাওয়াত সহ তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানোর পাশাপাশি উদ্ধারকাজও চলছে। গুরুতর আহতদের জন্য এয়ার অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। তাঁদের সেখান থেকে দিল্লির সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হবে। শোনা যাচ্ছে যে, আবহাওয়া খারাপ হওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

dolon

প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত চীফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত এবং ওনার স্ত্রীর স্বাস্থ্য বিষয়ক তথ্য দেওয়া হয়নি। যদিও, সূত্র মতে সিডিএস সহ সমস্ত আহতদের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। এই বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সংসদে জবাব দেবেন।

হেলিকপ্টারটি তামিলনাড়ুর নীলগিরি জেলায় দুর্ঘটনার শিকার হয়েছে। রিপোর্ট অনুযায়ী, হেলিকপ্টারটি বায়ুসেনার সুলুর বিমানঘাঁটি থেকে ওয়েলিংটনে ডিফেন্স সার্ভিসেজ কলেজে যাচ্ছিল। তখনই মাঝপথে সেটি দুর্ঘটনার শিকার হয়। হেলিকপ্টার ক্র্যাশ হওয়ার পর ঘটনাস্থল ধুয়োয় ঢেকে যায়। হেলিকপ্টারটি একটি ফরেস্ট এলাকায় ভেঙে পড়েছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর