ভিখারি পাকিস্তানের নোংরা খেলা! যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতে গুলি-বিস্ফোরণ, নিহত BSF জওয়ান

বাংলা হান্ট ডেস্ক: আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান (Pakistan)! আন্তর্জাতিক সীমান্তে ফের গুলি (Firing) চালাল পাকিস্তানি রেঞ্জার্স। পাক সেনার গুলিতে বিএসএফের (BSF) এক জওয়ান নিহত হয়েছেন বলে খবর।

বিএসএফ সূত্রে খবর, বুধবার মধ্যরাতে জম্মু-কাশ্মীরের (Jammu & Kashmir) সাম্বা জেলার রামগড় সেক্টরের আন্তর্জাতিক সীমান্তে গুলি চালায় পাক সেনা। বর্ডার সিকিউরিটি ফোর্স এর তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘৮-৯ নভেম্বরের মধ্যরাতে জম্মু-কাশ্মীরের সাম্বা জেলায় রামগড় (Ramgarh) সেক্টরের নারায়ণপুর পোস্টের কাছে মোতায়েন ছিলেন বিএসএফ জওয়ানরা। নিয়মমাফিক তাঁরা টহল দিচ্ছিলেন। ঠিক সেই সময়ে পাকিস্তানের রেঞ্জার্সরা সেখানে এলোপাথাড়ি চালায়। সেই গুলি লাগে এক বিএসএফ জওয়ানের গায়ে।’

এরপরই ওই আহত বিএসএফ জওয়ানকে রাত ১টা নাগাদ রামগড় কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। এরপর অবস্থা গুরুতর বুঝে জম্মুর জিএমসি হাসপাতালে আহত সেনা জওয়ানকে (Army) নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি। তারপরেই তাঁর মৃত্যু হয়।

যদিও বিএসএফ বিবৃতিতে জানিয়েছে, ওই এলাকায় বিনা উস্কানিতেই গুলি চালানো হয়েছিল। যদিও তার পাল্টা যোগ্য জবাব দেয় ভারতীয় সেনা (Indian Army)। পাল্টা গুলি চালানো হয় সেনার তরফে।

pakistan army vs terrorist

সেনা সূত্রে খবর, রাত ১২টা ২০ মিনিট নাগাদ গোলাগুলি শুরু হয়। প্রথমে বিস্ফোরণ এবং তারপরে গুলি চালানো হয়। আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানের গোলাগুলির কারণে তীব্র আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এক সেনার মৃত্যুতে তীব্র নিন্দায় ভারত। গত ২৪ দিনের মধ্যে এই নিয়ে তৃতীয়বার যুদ্ধবিরতি (Ceasefire) লঙ্ঘন করল পাকিস্তান। গত ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি উভয়পক্ষের দ্বারা যুদ্ধ বিরোধী চুক্তি স্বাক্ষর হয়েছিল। কিন্তু তারপর থেকে এনিয়ে ৬ বার সেই চুক্তি লঙ্ঘন করা হল।

Avatar
Monojit

সম্পর্কিত খবর