প্রেম দিবস নয় বরং পালন করুন ‘গোরু আলিঙ্গন দিবস’! পরামর্শ সরকারের

বাংলাহান্ট ডেস্ক : সামনেই আসছে প্রেম দিবস বা ভ্যালেন্টাইন্স ডে। এই দিন পার্কে, সিনেমায়, মাঠে, ক্লাবে সব জায়গায় কপোত কপোতীর মতো যুগলকে এক সাথে দেখা যাবে। আর এই যুগলের সম্পর্ক নষ্ট করতে মাঝে মধ্যেই কয়েকজনকে দেখা যায় দল বেঁধে এইসব স্থানে হামলা করতে। তবে ঘটনাক্রমে যতবারই তারা যুগলদের ভাঙার চেষ্টা করুক না কেন তারা ব্যর্থ হয়।

সূত্রের খবর অনুযায়ী, এইসব ধর্মভীরু দলের প্রভাব এখন অনেকটাই কমে গেলেও এই বছর হয়তো সেইসব দলের প্রার্থীদের কথা চিন্তা করে কেন্দ্রীয় পশু কল্যাণ বোর্ড একটি নতুন পরিকল্পনা গ্রহণ করেছে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে পারে সেটি কী? কেন্দ্রীয় পশু কল্যাণ বোর্ড জানান যে, ভ্যালেন্টাইন্স ডে তো প্রেমের দিন, তাই সকলের উচিৎ পশুদের ভালোবাসা।

তাই ওই দিন ‘গোরু আলিঙ্গন দিবস’ (Cow Hug Day) হিসেবে পালিত করা হোক। তবে, হঠাৎ করে এই অদ্ভুত সিদ্ধান্ত নেওয়ার কারণ কী? এই প্রসঙ্গে কেন্দ্রীয় পশু কল্যাণ বোর্ড জানান যে, গোরু আমাদের দেশের তথা দেশের অর্থনীতির প্রধান মানদন্ড। শুধু গোরুর দুধ থেকেই নয়, এই প্রাণীর থেকে আমরা অনেক সাহায্য পেয়ে থাকি।

Cow Hug day

 

এমনকী গোরু দেশীয় সংস্কৃতির সাথেও যুক্ত। তাই ভ্যালেন্টাইন্স ডে-কে ‘গোরু আলিঙ্গন দিবস’ হিসেবে পালন করা উচিৎ। প্রসঙ্গত উল্লেখ্য, বছর দুই আগেও আমেদাবাদ সহ দেশের বিভিন্ন শহরগুলিতে বজরং দলের মতো আরও কিছু গোঁড়া হিন্দু দল আক্রমণ চালায়, রেস্টুরেন্টে ভাঙচুর করে। তবে সৌভাগ্যবশত এখন সেই সব গোঁড়া দলের দৌরাত্ম্য অনেকটাই কম।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর