মেয়েদের রাত দখলের দিনেই মা হলেন প্রীতি! লিখলেন আবেগঘন কথা

Published On:

বাংলা হান্ট ডেস্ক : আরজিকরের (RG Kar) তরুণী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে গোটা রাজ্যজুড়ে চলছে এক অস্থির অবস্থা। পেশায় মহিলা চিকিৎসক ওই তরুণীর এমন নৃশংস হত্যার ঘটনায় ক্ষোভের আগুনে ফুঁসছে গোটা বাংলা। প্রতিবাদে সোচ্চার হয়ে স্বাধীনতা দিবসের আগের দিন ১৪ই আগস্ট মাঝরাত থেকেই রাস্তা দখলে নেমেছিলেন রাজ্যের মা বোনেরা।

রাহুল-প্রীতির (Rahul-Prity) কোল আলো করে এল ফুটফুটে কন্যাসন্তান

বাড়ির শ্বাশুড়ি, একেবারে ছোট্ট শিশুকন্যা,তরুণ-তরুণী বাদ ছিলেন না কেউই। পাশে থেকেই প্রতিবাদের আওয়াজ তুলেছিলেন পুরুষরাও। আর ঠিক ওই  সময়েই বাংলার বিনোদন জগতের এক তারকা দম্পতির কোল আলো করে এলো এক ফুটফুটে কন্যা সন্তান। এ যেন সত্যিই এক দেবীপক্ষের সূচনা। এখানে কথা হচ্ছে বাংলার জনপ্রিয় তারকা দম্পতি রাহুল মজুমদার (Rahul Mazumdar) এবং প্রীতি বিশ্বাসকে (Prity Biswas) নিয়ে।

নেটিজেনদের সাথে আগেই প্রীতির মা হওয়ার খবর ভাগ করে নিয়েছিলেন রাহুল-প্রীতি (Rahul-Prity)। আর এবার অবশেষে এল সুখবর। বাড়িতে নতুন সদস্য আসতেই সোশ্যাল মিডিয়ার পোস্ট করে রাহুল-প্রীতি (Rahul-Prity) জানিয়েছেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের মেয়ে এই পৃথিবীতে এসেছে। আমাদের খুশির ঠিকানা নেই, অভিভাবক হিসেবে জীবনের এক নতুন অধ্যায় শুরু করলাম।’

আরও পড়ুন : আর জি করের ঘটনায় স্বরব আয়ুষ্মান, কী বার্তা দিলেন অভিনেতা?

প্রসঙ্গত ২০১৭ সালে রাহুল-প্রীতি একসাথে কাজ করেছিলেন  ‘রং রুট’  সিনেমায়।  সেই থেকেই তাঁদের সম্পর্কের  সূত্রপাত। টেলিভিশনের পর্দার প্রীতিকে শেষবার দেখা গিয়েছে স্টার জলসার ‘বালিঝড়’ সিরিয়ালে। অন্যদিকে রাহুলকে শেষবার গিয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’ এ। এখনও এই সিরিয়ালটি চললেও রাহুল এই ধারাবাহিকে আর অভিনয় করছেন না।

টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত এবং অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ের সাথে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রাহুল-প্রীতির। গত ১৭ জুন অভিনেত্রীকে সাধ-ও খাইয়েছিলেন বনি-কৌশানী। সেসময় সাধের ছবি শেয়ার করে প্রীতি লিখেছিলেন, ‘কেউ কেউ ধন্যবাদের থেকেও অনেক বেশি কিছু ডিজার্ভ করে…যেমন তোমরা! আমার মনে তোমাদের জন্য বিশেষ জায়গা রয়েছে। তুমি (কৌশানী), বনি আর কাকু আমার জন্য যা করেছো… সমস্ত কিছুর জন্য অনেক ধন্যবাদ। আর অবশ্যই এই সুন্দর বেবি শাওয়ার থালির জন্য মাসির ধন্যবাদ প্রাপ্য। তোমাদের খুব খুব ভালোবাসি।’

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X