বাংলাহান্ট ডেস্ক: অপেক্ষার শেষ প্রহর। তারপরই সেই মহেন্দ্রক্ষন। ৫৫০ বছরের অপেক্ষা শেষে আজ রাম লালার প্রাণ প্রতিষ্ঠা (Ayodhya Ram Mandir Inauguration)। এ যে সমগ্র ভারতবাসীর কাছে, হিন্দুদের কাছে এক বিশেষ দিন তা নিয়ে কোনও সন্দেহ নেই। প্রভুর আগমনে সাজো সাজো রব চারিদিকে। অযোধ্যা নগরী যেন মিনি ভারত। রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে যোগ দিতে সোমবার সকাল-সকাল অযোধ্যায় রওনা দিয়েছেন ভিআইপিরা (VIP)।
প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের সাক্ষী থাকতে গতকালই মন্দিরে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। পৌঁছেছেন পরিচালক মধুর ভান্ডারকর, বিগ বী অভিনেতা অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন। সকাল সকাল মন্দিরে পৌঁছে গিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, RSS এর প্রধান মোহন ভগবৎ।
রাম মন্দিরে পৌঁছেছেন মাধুরী দীক্ষিত, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, আয়ুশমান খুরানা, রণবীর কাপুর, আলিয়া ভাট, রোহিত শেট্টি, জ্যাকি শ্রফরা। ক্রীড়া জগতেরও একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বরাও উপস্থিত রয়েছেন সেখানে। কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকর থেকে শুরু করে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেওয়াল। সাইনা জানান, “আজ রাম মন্দিরে উপস্থিত থাকতে পেরে খুব গর্ব বোধ হচ্ছে।” উপস্থিত রয়েছেন মিতালিরাও।
ওদিকে মন্দির চত্বর থেকে গানে গানে রাম ভক্তদের মাতাচ্ছেন সনু নিগম, শঙ্কর মহাদেবনরা। মন্দির চত্বরে ভজন-কীর্তন গাইছেন গায়ক সনু নিগম। সকাল ১১ টা নাগাদ পৌঁছলেন দক্ষিণী তারকা রজনীকান্ত। সপরিবারে রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ পেয়েছে অম্বানীরা। এদিন সকালে মন্দিরে এসে পৌঁছন রিলায়েন্স জিয়ো ইনফোকমের চেয়ারম্যান আকাশ অম্বানী ও তার স্ত্রী শ্লোকা অম্বানী। কিছুক্ষণ আগেই পৌঁছেছেন মুকেশ আম্বানি ও নিতা আম্বানি।
আরও পড়ুন: ‘ধর্ম আগে, মুখ্যমন্ত্রীরটা রাজনীতির বিষয়, আমি রাম পুজো করব’, বললেন TMC নেতা, অস্বস্তি শাসকদলে
রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন গীতিকার অনু মালিক। মন্দির দর্শন করেই চোখের জল ধরে রাখতে পারেননি অনু মালিক। রামের ভজন গেয়েছেন অনুরাধা পড়ওয়াল। অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের পুণ্য লগ্নে আকাশ থেকে হচ্ছে পুষ্পবৃষ্টি। ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুরু হয়েছে পুজোর আচার-অনুষ্ঠান। সকলের নজর এখন সেদিকে।