বাংলাহান্ট ডেস্ক: সেলেস্টি বৈরাগী (Celesty Bairagi), নামটা শোনা শোনা লাগছে নিশ্চয়ই? বেশ কয়েক মাস আগে আলিয়া ভাটের ‘যমজ’ হিসাবে একটি মুখ অত্যন্ত ভাইরাল হয়েছিল। তিনিই সেলেস্টি। অনেকেই বলেছিলেন, দুজনের মধ্যে অদ্ভূত মিল। ভাইরাল হওয়ার পরেই ভাগ্য খুলে যায় সেলেস্টির। তিনি সুযোগ পেয়ে যায় সিরিয়ালে। কিন্তু সুখের মুখ বেশিদিন দেখার সুযোগ পেলেন না তিনি।
বন্ধ হতে বসেছে সেলেস্টির ডেবিউ সিরিয়াল ‘রাজ্জো’। মাত্র ছয় মাস চলতে না চলতেই তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হচ্ছে সিরিয়ালটি। গত বছরের অগাস্ট মাসে পথচলা শুরু করেছিল রাজ্জো। ছয় মাস হতে না হতেই বন্ধের মুখে এই মেগা। জানলে অবাক হবেন, রাজ্জো সিরিয়ালটি আসলে একটি বাংলা সিরিয়ালের রিমেক।
আসলে স্টার জলসার ‘আলতা ফড়িং’ সিরিয়ালের হিন্দি রিমেক রাজ্জো। বাংলা সিরিয়ালের নকল করেই তৈরি হয়েছিল হিন্দি সিরিয়ালটি। একজন অ্যাথলিটের ভূমিকায় অভিনয় করছিলেন সেলেস্টি। তাঁর বিপরীতে ছিলেন রাজবীর সিং। এছাড়াও দেখা গিয়েছিল আয়ুষী ভাবেকে।
কিন্তু হিট সিরিয়াল হঠাৎ শেষ হয়ে যাওয়ায় মন খারাপ সেলেস্টির। সংবাদ মাধ্যমের কাছে তিনি বলেন, গোটা টিমই খুব মুষড়ে পড়েছে। কারণ সবাই কঠোর পরিশ্রম করেছিল। নতুন টাইম স্লটে মানিয়ে নেওয়ার জন্য একটু সময় দেওয়া উচিত ছিল। কয়েক সপ্তাহ আগেই সাতটার স্লট থেকে সরে সন্ধ্যা সাড়ে ছটা করা হয়েছে। অথচ যে শোয়ের সঙ্গে বদলটা হয়েছে সেটার টিআরপিও নাকি একই ছিল, দাবি সেলেস্টির।
তবে তিনি বলেন, গড়পড়তা সাস বহু সিরিয়ালের থেকে তাদের এই নতুন ধরণের গল্প অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। ডেবিউ চরিত্রের জন্য এতটা খ্যাতি আশা করেননি সেলেস্টি। এতেই খুশি তিনি। উল্লেখ্য, হিন্দি সিরিয়ালটি শেষ হয়ে গেলেও বাংলায় আলতা ফড়িং কিন্তু এখনো চলছে এবং ভাল টিআরপিও তুলছে।