এবার বাড়ি তৈরি করতে গেলে খরচ হবে অতিরিক্ত টাকা! আচমকা এতটা বেড়ে গেল সিমেন্টের দাম

বাংলাহান্ট ডেস্ক : প্রত্যেক মানুষের স্বপ্ন থাকে নিজস্ব একটি বাড়ির। তাই অনেকেই নিজের হাতে তৈরি করেন বাড়ি অথবা কিনে ফেলেন একটি ফ্ল্যাট। তবে আর্থিক সমস্যার কারণে অনেকেই নিজের বাড়ির স্বাদ থেকে বঞ্চিত থাকেন। বাধ্য হয়ে তাই অনেকেই শরণাপন্ন হন ব্যাংকের ঋণের। লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয় একটি বাড়ি তৈরি করতে হলে।

যত দিন যাচ্ছে ততই ইট, সিমেন্ট, বালির দাম বাড়ছে। এই আবহে চিন্তা বাড়িয়ে ফের একবার সিমেন্টের দাম বৃদ্ধি পেল। আচমকা এই সিমেন্টের দাম বৃদ্ধি পাওয়ার ফলে বেড়ে যাবে বাড়ি তৈরির খরচ। সিমেন্টের দাম বৃদ্ধি পাওয়ার ফলে বাড়ি তৈরির খরচ যেমন বৃদ্ধি পাবে, তেমনই ফ্ল্যাটের দামও বাড়তে পারে। সিমেন্টের দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই বিভিন্ন আবাসনের দামও বাড়তে শুরু করেছে।

আরোও পড়ুন : কালীঘাটের কাকুকে নিয়ে এবার বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট! শোরগোল

স্বাভাবিকভাবেই চিন্তা বেড়েছে মধ্যবিত্তের। দেশের অনেক বড় বড় সিমেন্ট সংস্থা এপ্রিলের শুরুতেই সিমেন্টের দাম বৃদ্ধির ঘোষণা করে। এই ঘোষণার পরেই বিভিন্ন এলাকায় সিমেন্টের দাম বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে। উত্তর ভারতে সিমেন্টের ব্যাগ প্রতি ১০ থেকে ১২ টাকা দাম বৃদ্ধি পেয়েছে। সিমেন্টের দাম সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছে মধ্য ও পূর্ব ভারতে।

cement

এই অঞ্চলের রাজ্যগুলোতে সিমেন্টের ব্যাগ প্রতি ৩০ থেকে ৪০ টাকা দাম বৃদ্ধি পেয়েছে। ব্যাগ প্রতি ২০ টাকা সিমেন্টের দাম বৃদ্ধি পেয়েছে পশ্চিম ভারতে। হিসাব অনুযায়ী সিমেন্টের দাম ১০ টাকা বৃদ্ধি পেলে নির্মাণ খরচ পাঁচ টাকা বেড়ে যায়। স্বাভাবিকভাবেই বাড়ি তৈরির ক্ষেত্রে এখন আরো অতিরিক্ত খরচ করতে হবে আপনাকে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর