এমার্জেন্সির পর বিদ্রোহ দমন করতে শ্রীলঙ্কায় পৌঁছল ভারতীয় সেনা? জবাব দিল নয়া দিল্লি

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, খবর এসে পৌঁছায় শ্রীলঙ্কায় জরুরি অবস্থা থাকাকালীন বাহিনী পাঠাতে চলেছে ভারত সরকার। এরপর গোটা দেশজুড়ে বিতর্ক শুরু হওয়ার পরই এদিন আসরে নামলো কেন্দ্র। জানা যাচ্ছে, এই খবরটি সম্পূর্ণ ভুয়ো ও মিথ্যা বলে দাবি করেছে দিল্লি।

শ্রীলঙ্কায় ভারতের হাই কমিশন এই ঘটনার কথা অস্বীকার করে টুইট করেছে, “সংবাদমাধ্যমের একাংশ বলছে যে ভারত শ্রীলঙ্কায় সেনাবাহিনী পাঠাচ্ছে। সম্পূর্ণ ভিত্তিহীন এই খবরকে কঠোরভাবে অস্বীকার করছি আমরাম এ ধরনের দায়িত্বজ্ঞানহীন খবরের নিন্দা করে কমিশন এবং কোন গুজব ছড়ানো থেকে আপনারা বিরত থাকবেন।”

করোনা পরবর্তী সময় সংকটে পরেছে শ্রীলঙ্কার অর্থনীতি। পর্যটন থেকে আসা রাজস্বসহ একাধিক ক্ষেত্রে সংকটের ফলে ফলে দিন দিন বাড়ছে জিনিসপত্রের দাম। সঙ্গে লোডশেডিংসহ একাধিক ইস্যু মানুষের জীবনকে আরও অন্ধকারে ঠেলে দিয়েছে। এই অবস্থায় দেশের মানুষ প্রশাসনকে দায়ী করে বিক্ষোভে সামিল হয় এবং পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায় যখন বিক্ষুব্ধ জনতা পুলিশের সাথে সংঘর্ষের পথে নামে।

এরপর পরিস্থিতি জটিল হয়ে উঠছে দেখে জরুরি অবস্থা জারি করেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি। কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সন্দেহভাজন যে কোনো ব্যক্তিকে অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয় সেখানকার বাহিনীকে। এর মাঝেই আবার শোনা যায় যে, শ্রীলঙ্কায় বাহিনী পাঠাতে চলেছে ভারত। এরপর গোটা দেশজুড়ে বিতর্ক সৃষ্টি হওয়ার পরেই দিল্লি এদিন এসকল খবর ভুয়ো এবং মিথ্যা বলে দাবি করেছে। ফলে একথা পরিষ্কার যে, শ্রীলঙ্কায় কোন রকম বাহিনী পাঠাচ্ছে না কেন্দ্র।


Sayan Das

সম্পর্কিত খবর