ভোটপ্রচারে ‘বেফাঁস’ শুভেন্দু! উপনির্বাচনের আগেই বিরাট পদক্ষেপ তৃণমূলের!

বাংলা হান্ট ডেস্কঃ আগামী ১৩ নভেম্বর পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। নৈহাটি, তালড্যাংরা, মাদারিহাট, মেদিনীপুর, হাড়োয়া এবং সিতাই কেন্দ্রে ভোট রয়েছে সেদিন। তার আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিরাট অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল (Trinamool Congress)। নন্দীগ্রামের বিজেপি বিধায়কের বিরুদ্ধে ঘৃণাভাষণের অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল।

  • শুভেন্দুর বিরুদ্ধে কী অভিযোগ এনেছে তৃণমূল (Trinamool Congress)?

বুধবার রাজ্যের ৬ বিধানসভা আসনে উপনির্বাচন। সোমবার বিকেলে শেষ প্রচার। তার আগে আজ সকালে নির্বাচন কমিশনের (Election Commission) দ্বারস্থ হন তৃণমূলের ৩ সদস্যের প্রতিনিধিদল। উপনির্বাচনের আবহে বাংলাদেশ প্রসঙ্গ টেনে ঘৃণাভাষণ দেওয়ার অভিযোগ আনা হয়েছে শুভেন্দুর বিরুদ্ধে। জোড়াফুল শিবিরের মিডিয়া কমিটির সদস্য কুণাল ঘোষ, শশী পাঁজা, জয় প্রকাশ মজুমদারদের দাবি, রাজ্যের বিরোধী দলনেতাকে ‘সেন্সর’ করা হোক।

জানা যাচ্ছে, আজ সকালে কমিশনের অফিসে গিয়ে শুভেন্দুর (Suvendu Adhikari) বক্তব্যের যথাযথ নথি পেশ করেছে তৃণমূলের প্রতিনিধিদল। সেই সঙ্গেই স্মারকলিপিও দেওয়া হয়েছে। এরপর সাংবাদিক বৈঠক করে এই নিয়ে মুখ খোলেন কুণাল।

আরও পড়ুনঃ প্রথম সাক্ষী ‘ইনি’! আজ থেকেই শুরু হচ্ছে আরজি কর মামলার ট্রায়াল! শুনানি হবে রোজ

তৃণমূল (Trinamool Congress) নেতা বলেন, ‘শুভেন্দুকে সেন্সর করার জন্য আমরা কমিশনের কাছে আর্জি জানিয়েছি। যদিও আজ বিকেলেই উপনির্বাচনের প্রচার শেষ। তবে বিষয়টা শুধু একটা উপনির্বাচনের জন্য নয়। বিজেপি নেতারা নানান সময়ে এই ধরণের উস্কানিমূলক মন্তব্য করে থাকেন। ধর্মের ভিত্তিতে বাংলাকে অস্থির করে তোলা তাঁদের লক্ষ্য। নাহলে কেন বাংলাদেশের হিংসাত্মক পরিস্থিতির সঙ্গে তুলনা করা হচ্ছে?’।

Kunal Ghosh Trinamool Congress

এখানেই না থেমে কুণাল (Kunal Ghosh) আরও বলেন, ওপার বাংলা আমাদের প্রতিবেশী দেশ। সেখানকার অভ্যন্তরীণ বিষয় নিয়ে এদেশের নির্বাচনী প্রক্রিয়ায় কথা বলা যায় না। সেখানে কী হয়েছে সেটার নির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই। তৃণমূল নেতার দাবি, ৬ আসনের বিধানসভা উপনির্বাচনে পরাজয় নিশ্চিত বুঝে গিয়েছে বিজেপি। সেই কারণেই এসব কথা বলা হচ্ছে। তিনি বলেন, ‘রাজ্যে শান্তি বজায় রাখার স্বার্থে বিরোধী দলনেতার ওপর নিষেধাজ্ঞা জারি করা হোক’।

উল্লেখ্য, গত শনিবার তালড্যাংরার বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে গিয়েছিলেন শুভেন্দু। সেখানে তিনি বলেন, ‘বাংলাদেশের ছবিগুলি দেখেছেন তো? ৫৯৬টি মন্দির ভেঙে দেওয়া হয়েছে। হিন্দুদের ওপর কী অত্যাচার করেছে। পশ্চিমবঙ্গকে এবার দ্বিতীয় বাংলাদেশ করতে চায়’। শুভেন্দুর এই মন্তব্য নিয়েই আপত্তি জানিয়েছে তৃণমূল (Trinamool Congress)। সোজা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তারা।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর