রাজ্যের মুখ্যসচিব ও ডিজিকে আবারও তলব কেন্দ্রের, সুর নরম করে ভিডিও কনফারেন্সের দাবি নবান্নের

বাংলা হান্ট ডেস্কঃ গত সপ্তাহে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা নিয়ে কেন্দ্র আর পশ্চিমবঙ্গ সরকারর মধ্যে সংঘাত আরও বেড়ে গিয়েছে। কেন্দ্র সরকার এবার আবারও রাজ্যে শীর্ষ দুই আধিকারিককে তলব করেছে। প্রথম সমনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দুই আধিকারিককে দিল্লী পাঠাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিল, আর এবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিটিং করার দাবি জানিয়েছে।

আরেকদিকে, গতকাল নবান্নের আপত্তি অগ্রাহ্য করে ৩ জন আইপিএস অফিসারকে বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রক। দিন কয়েক আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনার পর এই নেয় কেন্দ্র। জেপি নাড্ডার কনভয়ে হামলার পর রাজ্যের মুখ্য সচিব আর ডিজিপিকে তলব করে কেন্দ্র। কিন্তু রাজ্য সরকার কেন্দ্রের বিরুদ্ধে গিয়ে নিজেদের অফিসারদের দিল্লী পাঠায় নি। এরপর রাজ্যের তিনজন আইপিএসকে ডেপুটেশনে চেয়ে পাঠায় কেন্দ্র। নবান্নের তরফ থেকে এই নিয়েও চরম আপত্তি জাহির করা হয়।

রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট জানানো হয় যে, সেদিনের ঘটনা নিয়ে জোরদার তদন্ত চলছে তাই এরকম আইপিএস অফিসারদের ডেপুটেশনে চাওয়া অনৈতিক। কিন্তু রাজ্যের আপত্তি অগ্রাহ্য করেই অবশেষে তিন আইপিএস অফিসারকে বদলি করল কেন্দ্র।

তিনজন আইপিএস অফিসারের মধ্যে রাজীব মিশ্রকে ITBP তে পাঠিয়েছে কেন্দ্র। প্রবীণ ত্রিপাঠীকে পাঠানো হয়েছে SSB তে। আর ভোলানাথ পাণ্ডেকে KBPRD তে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এনাদের তিনজনকেই পাঁচ বছরের জন্য নতুন করে পোস্টিং দেওয়া হয়েছে।

প্রাপ্ত খবর অনুযায়ী, কেন্দ্রের তিন আইপিএস অফিসারের বদলির সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার।


Koushik Dutta

সম্পর্কিত খবর