বাংলা হান্ট ডেস্কঃ একেই জেলের ভাত খেয়ে ওজন কমেছে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal), অন্যদিকে CBI ও ED এই দুই তদন্তকারি সংস্থার চাপে নাজেহাল বাংলার হেভি ওয়েট নেতা অনুব্রত মণ্ডল। এবার সোজা রাজধানীতে নিয়ে গিয়ে বীরভূমের বাঘকে জেরার তোড়জোড় করছে কেন্দ্রীয় এজেন্সি।
দীর্ঘদিন ধরে জেলেই রাত কাটছে কেষ্টর। আর এবার আরও অস্বস্তিতে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। গরু পাচার কাণ্ডে এবার বঙ্গের সীমানা ছাড়িয়ে সোজা দিল্লিতে নিয়ে গিয়ে কেষ্টকে জেরার তোড়জোড় করছে এজেন্সি। প্রসঙ্গত ১১ অগাস্ট গরু পাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ( ED ) দ্বারা গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে ( Anubrata Mondal )। শ্রীঘরে কমেছে কেষ্টর ওজন, বারংবার জামিনের আবেদন করেও হয় নি কোনো সুরাহা। এজেন্সির প্রভাবশালী তত্ত্বে, অনুব্রতর জামিনের আবেদনে সায় দেয়নি আদালত।
আর এরই মধ্যে এবার খবর রাজধানীতে যেতে চলেছে কেষ্ট। গত প্রায় সাড়ে তিন মাস ধরে চলছে তদন্ত। কেষ্টর কপালে ভাঁজ ফেলছে তাঁর ক্রমাগত হদিস পেতে থাকা বাড়তি সম্পত্তির পরিমাণ।গরুপাচার মামলায় অনুব্রতকে জেরার আবেদন করে ED আদালতের ছাড়পত্র পেয়ে আসানসোল জেলে যান দিল্লির আধিকারিকরা।
গত ১৭ নভেম্বর আসানসোল জেলেই জেরা করা হয় অনুব্রত মণ্ডলকে। তবে তদন্তে ক্রমাগত অসহযোগিতার অভিযোগে অনুব্রতকে গ্রেফতার করে ED। জেরায় অনুব্রতর কাছ থেকে পাওয়া তথ্য বয়ান আকারে আদালতে পেশ করেছে ED। এরপরই সেই তথ্যের ভিত্তিতে জেরা আরও জোরালো করতে এবার কেষ্টকে নিয়ে দিল্লি পারি দিতে মরিয়া ইডি।
প্রসঙ্গত গত সপ্তাহে কেষ্টর প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদন জানায় গোয়েন্দা সংস্থা। আজ সেই মামলার রায় দেবে কোর্ট। তবে কি হবে সেই রায়? বঙ্গের সীমানা পেরিয়ে এবার কি তবে রাজধানীর উদ্দেশ্যে পারি দেবে বাংলার কেষ্ট? সেই দিকেই তাকিয়ে কেষ্ট অনুগামী সহ গোটা বঙ্গ।