সুপ্রিম রায়ের পরেই কেন্দ্রের নজরে ১০ হাজার প্রাইমারি শিক্ষক, চাকরি ধরে রাখতে জারি নতুন ‘ফতোয়া’

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক: বিএড ডিগ্রি থাকা প্রায় ১০ হাজার প্রাথমিক স্কুলের শিক্ষকদের (Primary Teachers) জন্য এবার ধারণ হল নতুন নির্দেশ। চাকরি টিকিয়ে রাখতে হলে ৬ মাসের একটি ব্রিজ কোর্স করতেই হবে, সম্প্রতি এমনই নির্দেশিকা জারি করেছে শিক্ষক প্রশিক্ষণের কেন্দ্রীয় নিয়ামক সংস্থা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (NCTE)। এই নতুন নির্দেশিকা অনুসারে, রাজ্যে টেট ২০১৪ এর ভিত্তিতে ২০২১ সালে যে সমস্ত বিএড ডিগ্রিধারীরা প্রাইমারি স্কুলে নিযুক্ত হয়েছিলেন তাঁদের এবার একটি ব্রিজ কোর্স করতেই হবে। এই কোর্সের উপরেই নির্ভর করবে তাঁদের চাকরির ভবিষ্যৎ।

প্রাথমিক শিক্ষকদের (Primary Teachers) জন্য নতুন নির্দেশ কেন্দ্রের

বিএড ডিগ্রিধারী প্রাথমিক শিক্ষকদের (Primary Teachers) সম্প্রতি চাকরিতে বহাল থাকার পক্ষে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু ছয় মাসের কোর্সটি এবার বাধ্যতামূলক করেছে NCTE। যদিও এই সংস্থার দাবি, আদালতের রায়ে মান্যতা দিয়েই এই পদক্ষেপ করা হচ্ছে। একজন প্রার্থী একবারই সুযোগ পাবেন এই কোর্স করার। যারা অনুত্তীর্ণ হবেন তারা আর সুযোগ পাবেন না। তাদের চাকরিতে নিয়োগও সেক্ষেত্রে অবৈধ বলে গণ্য করা হবে। সূত্রের খবর বলছে, প্রায় ১০ হাজার শিক্ষককে (Primary Teachers) আনা হবে এই কোর্সের আওতায়।

Central agency applied new rule for primary teachers

নতুন শর্ত আরোপ করেছে কেন্দ্র: এর আগে বহু শিক্ষককে (Primary Teachers) উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ করার জন্য রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে পরীক্ষার ব্যবস্থা করেছিল রাজ্য সরকার। তার আগে মাত্র মাধ্যমিক পাশ করা প্রার্থীরাও পেয়েছিলেন প্রাথমিকে সুযোগ। অনেকে উচ্চ মাধ্যমিক পাশ করলেও নূন্যতম ৫০ শতাংশ নম্বর তুলতে পারেনি অনেকে। কেন্দ্রীয় সংস্থা নতুন শর্ত আরোপ করার পর প্রাথমিক শিক্ষা (Primary Teachers) পর্ষদের উপরে দায়িত্ব ছিল। উচ্চ মাধ্যমিকে নূন্যতম ৫০ শতাংশ নম্বর সহ পাশ করানোর পর ডিএলএড প্রশিক্ষণ দেয় পর্ষদ।

আরো পড়ুন : “আহা কী আনন্দ…”, রাস্তার মাঝে মহিলা বাহিনীকে নিয়ে রুটি সেঁকলেন চন্দ্রিমা ভট্টাচার্য! ব্যাপারটা কী?

নতুন কোর্সের দায়িত্ব এনআইওসকে: উল্লেখ্য, ছয় মাসের ব্রিজ কোর্স প্রশিক্ষণের দায়িত্ব আগেও পালন করেছে প্রাথমিক শিক্ষা (Primary Teachers) পর্ষদ। কিন্তু এবার সেই দায়িত্ব দেওয়া হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিংকে। ওপেন অ্যান্ড ডিসট্যান্স লার্নিং ওরফে ওডিএল পদ্ধতিতে এই কোর্স চালাতে পারবে এনআইওএস।

আরো পড়ুন : ‘মোদী হ্যায় তো…’, তাহাউর রানা ভারতে ফিরতেই ভাইরাল নমোর পুরনো টুইট! কী এমন ছিল তাতে?

সংস্থার তরফে এক আধিকারিক বলেন, ওডিএল পদ্ধতিতে ব্রিজ কোর্স চালানোর অনুমোদন বর্তমানে এনআইওএস এর কাছে নেই। তবে এমন কোর্স করানোর অভিজ্ঞতা আগে থাকায় নতুন করে অনুমোদন পেতে সমস্যা হবে না বলেই জানিয়েছেন ওই আধিকারিক। এনসিটিই এর তরফে স্পষ্ট করা হয়েছে, ২০২৩ এর আগে চাকরিতে নিযুক্ত বিএড ডিগ্রিধারী প্রাথমিক শিক্ষকরা শুধুমাত্র এই কোর্স করতে পারবেন। কিন্তু কবে থেকে কোর্স শুরু হবে তা এখনো স্পষ্ট হয়নি।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X