জেলবন্দি শাহজাহান! এর মাঝেই সন্দেশখালিতে তুলকালাম ঘটনা…! জোর শোরগোল রাজ্যে

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের মাঝেও সংবাদের শিরোনামে রয়েছে সন্দেশখালি (Sandeshkhali)। ইডি পেটানোর ঘটনা থেকে শুরু করে এখানকার মহিলাদের রাস্তায় নেমে প্রতিবাদ, সব কিছুই দেখেছে রাজ্যবাসী। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহান। এবার রাজ্যে দ্বিতীয় দফার ভোটের দিন শাহজাহান ‘গড়ে’ হানা দিল সিবিআই (Central Bureau of Investigation)।

সন্দেশখালির ‘বাঘ’ গ্রেফতার হওয়ার পর একাধিকবার সন্দেশখালিতে হাজির হয়েছেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। গত শনিবারও এখানে সিবিআইয়ের (CBI) দু’টি দল এসেছিল। আজ এক শাহজাহান-ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়িতে হানা দেয় গোয়েন্দারা। সন্দেশখালির সরবেড়িয়ার মল্লিকপুরে শাহজাহানের (Sheikh Shahjahan) ঘনিষ্ঠ হাফিজুল খাঁয়ের ভগ্নিপতির বাড়িতে তল্লাশি করে সিবিআই। জানা যাচ্ছে, প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং বোমা উদ্ধার হয়েছে সেখান থেকে।

মাছের ভেড়ি ঘেরা এই বাড়িটি মূল রাস্তা থেকে প্রায় ২০০ মিটার দূরে অবস্থিত। একটি সরু গলি দিয়ে সেখানে যেতে হয়। কেন্দ্রীয় বাহিনী সেই রাস্তা আটকে রেখেছে। এদিকে সিবিআই সূত্রে জানা যাচ্ছে, হাফিজুলের ভগ্নিপতির বাড়ি থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং বোমা উদ্ধার হয়েছে।

আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতির মাথা! OMR সংরক্ষণ নিয়ম নিয়েও কলকাঠি নাড়েন পার্থ? এবার সব ফাঁস করলেন ব্রাত্য!

জানা যাচ্ছে, গোপন সূত্রে অস্ত্র-বোমা মজুত রাখার খবর পেয়েছিল সিবিআই। সেই অনুযায়ী আজ সকালে তল্লাশি অভিযান চালানো হয়। কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের অনুমান, এই বাড়ি থেকে প্রয়োজনীয় নথিপত্রও পাওয়া যেতে পারে। সিবিআই আধিকারিকরা এখনও হাফিজুলের ভগ্নিপতির বাড়িতেই আছেন বলে খবর।

Central Bureau of Investigation CBI in Sandeshkhali

উল্লেখ্য, কলকাতা হাই কোর্টের নির্দেশে সন্দেশখালি কাণ্ডের তদন্তভার গ্রহণ করার পর বেশ কয়েকবার শাহজাহান ‘গড়ে’ হানা দিয়েছে সিবিআই। গত শনিবার কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের দু’টি দল এই গ্রামে এসেছিল। এর মধ্যে একটি দল সুন্দরীখালির দিকে গিয়েছিল এবং আরেকটি হাজির হয়েছিল থানায়। আজ রাজ্যে লোকসভা ভোটের দ্বিতীয় দফার দিন এক শাহজাহান-ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়িতে হানা দিল তদন্তকারীরা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর