কয়লা পাচার মামলায় নয়া মোড়! তৃণমূলের এই হেভিওয়েটকে তলব CBI-র, তোলপাড় রাজ্য!

বাংলা হান্ট ডেস্কঃ চব্বিশের লোকসভা নির্বাচন সাঙ্গ হওয়ার পথে। আগামী শনিবার সপ্তম দফার নির্বাচনের সঙ্গেই বাংলায় সম্পন্ন হবে ভোটগ্রহণ পর্ব। আপাতত শেষ দফাকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। এর মাঝেই কয়লা পাচার মামলায় তৃণমূলের এক হেভিওয়েটকে তলব করল সিবিআই (Central Bureau of Investigation)।

লোকসভা ভোটের আবহে বেশ কয়েকবার সংবাদের শিরোনামে উঠে এসেছে কয়লা পাচার মামলা (Bengal Coal Scam Case)। আসানসোলে ভোট মেটার পরেই সেখানকার বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করেছেন এই মামলার অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। এরপর কয়লা পাচার কাণ্ডের জল অনেকদূর এগিয়েছে। এবার এই মামলাতেই ক্যানিং পূর্বের তৃণমূল (TMC) বিধায়ক শওকত মোল্লাকে (Saokat Molla) তলব করল CBI।

   

জানা যাচ্ছে, মঙ্গলবার রাতে তৃণমূল (Trinamool Congress) নেতাকে নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। CBI দফতরে ডাক পড়েছিল শওকতের। তবে তিনি সেই ডাকে সাড়া দেননি বলে খবর। রাজনৈতিক কর্মসূচির কারণ দেখিয়ে তদন্তকারী সংস্থার তলব এড়িয়ে গিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ ‘শেষ হয়ে যাবে…’! ভোটের রেজাল্টের ৬ মাসের মধ্যে ‘রাজনৈতিক ভূমিকম্প’? তোলপাড় করা দাবি মোদীর

এর আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে শওকতকে তলব করা হয়েছিল। তখন মুখোমুখিও হয়েছিলেন তিনি। সূত্র মারফৎ জানা যাচ্ছে, কয়লা পাচার কাণ্ডে যাদের জেরা করা হয়েছিল তাঁদের থেকে প্রাপ্ত তথ্য থেকেই শওকতের নাম উঠে আসে। অভিযোগ, আসানসোলের কয়লা খনি থেকে বেআইনিভাবে কয়লা তুলে তা নাকি দক্ষিণ ২৪ পরগণার নানান ইটভাটায় পাঠানো হতো। এবার এর সঙ্গে ক্যানিং পূর্বের বিধায়কের কোনও যোগ সূত্র ছিল কিনা সেটাই এবার খতিয়ে দেখতে চাইছে তদন্তকারী সংস্থা।

Saokat Molla Bengal coal scam case

এদিকে চব্বিশের লোকসভা ভোটে শওকতকে বিরাট দায়িত্ব দেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগণা এবং তার পার্শ্ববর্তী লোকসভা আসনগুলিতে তৃণমূল কংগ্রেসের ভরসা তিনি। সেই কারণে সেখানকার প্রার্থীদের নিয়ে প্রচার করছেন তিনি। বুধবার যেমন বারুইপুরের বুকে একটি জনসভা করার কথা আছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেই মঞ্চেই হাজির হন শওকত। ভোটের আবহে রাজনৈতিক কর্মসূচির কারণ দেখিয়ে CBI-র ডাক এড়িয়ে গেলেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর