সন্দেশখালি কাণ্ডে নয়া মোড়! এবার বসিরহাটের SP-র অফিসে হাজির CBI! কীসের খোঁজে?

বাংলা হান্ট ডেস্কঃ সন্দেশখালি কাণ্ডের (Sandeshkhali Incident) তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে একাধিক অবাক করা তথ্য। বর্তমানে ইডি পেটানোর পাশাপাশি সন্দেশখালির সকল ঘটনার তদন্ত করছে সিবিআই (CBI)। সম্প্রতি কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ এমনটাই নির্দেশ দিয়েছে। এবার ইডির ওপর হামলার ঘটনাতেই বসিরহাটের এসপি-কে (Basirhat SP) নোটিশ দিল কেন্দ্রীয় এজেন্সি।

মঙ্গলবার সকালে বসিরহাটের পুলিশ সুপারের (Superintendent of Police Basirhat) অফিসে যায় সিবিআই আধিকারিকদের একটি দল। সেই সময় অফিসে ছিলেন না এসপি হুসেন মেহেদি রহমান। কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা আসার পর অফিসে আসেন অতিরিক্ত পুলিশ সুপার।

তদন্তকারী সংস্থা সূত্রে জানা যাচ্ছে, ইডি (ED) পেটানোর ঘটনায় ন্যাজাট থানায় যে দুই মামলা দায়ের করা হয়েছিল, সেই দুই মামলায় কোনও দাবিদারহীন বাজেয়াপ্ত তথা Unclaimed Sizer রয়েছে কিনা তা জানতে চায় সিবিআই। সেই কারণেই বসিরহাটের এসপিকে নোটিশ দেওয়া হয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ বিনামূল্যে রেশন, বিদ্যুতের বিল হবে শূন্য! ভোটের মুখে বালুরঘাট থেকে বিরাট ঘোষণা প্রধানমন্ত্রীর

গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডের সূত্রে সন্দেশখালির তৃণমূল নেতা (বর্তমানে বহিষ্কৃত) শেখ শাহজাহানের বাড়িতে হাজির হয়েছিল ইডি। তবে তল্লাশি চালানোর আগেই তাঁদের ওপর হামলা করেন একদল উত্তেজিত জনতা। প্রাণ বাঁচাতে সেখান থেকে পালাতে হয় তদন্তকারীদের। কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলার এই ঘটনা নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি।

cbi in basirhat superintendent of police sp office

বর্তমানে সন্দেশখালির সকল ঘটনার তদন্ত করছে সিবিআই। ইডি পেটানোর তদন্তভার আগেই তাঁদের হাতে ছিল। সম্প্রতি নারী নির্যাতন, জমি দখল সহ বাকি অভিযোগের তদন্তও তাদের করতে বলেছে হাই কোর্ট। এবার মঙ্গলবার ন্যাজাট থানায় দায়ের হওয়া দু’টি অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পুলিশ যা যা জিনিস বাজেয়াপ্ত করেছে তার তালিকা-তথ্য এবং নথি পেতে নোটিশ জারি করল কেন্দ্রীয় এজেন্সি। পুলিশের বাজেয়াপ্ত করা জিনিসের মধ্যে দাবিদারহীন বাজেয়াপ্ত কিছু আছে কিনা সেটাও জানতে চেয়েছেন গোয়েন্দারা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর