বিদেশি থেকে পুলিশের রিভলভার! সন্দেশখালি থেকে কী কী পেল CBI? লিস্ট দেখে মাথা ঘুরছে বঙ্গবাসীর

বাংলা হান্ট ডেস্ক : বৈশাখের গরম যত বাড়ছে, ততই চড়ছে ভোটের উত্তাপ। এমন আবহে ফের একবার সংবাদ শিরোনামে সন্দেশখালি (Sandeshkhali)। এবার বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র উদ্ধার হল শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) এক ঘনিষ্ঠের বাড়ি থেকে। সম্প্রতি Central Bureau of Investigation-র তরফ থেকে প্রকাশ করা হয়েছে তালিকা। শুনে অবাক হবেন যে, উদ্ধির হওয়া এই আগ্নেয়াস্ত্রের তালিকায় রয়েছে পুলিশের রিভলবারও।

প্রসঙ্গত উল্লেখ্য, এইদিন শেখ শাহজাহানের এক শাগরেদের বাড়িতে বিস্ফোরক নিষ্ক্রিয় করতে NSGকে ডাকে সিবিআই। এক বিশেষ রোবটের সাহায্যে নিষ্ক্রিয় করা হয় এই বিষ্ফোরক। আর তারপরেই কার্যত তাজ্জব বনে যায় সিবিআই আধিকারিকরা। এইদিন দিনভর তল্লাশি চালানোর পর রাত ৯টা ৫৪ নাগাদ সন্দেশখালি ছাড়ে সিবিআই এবং এনএসজি।

দীর্ঘ তল্লাশির পর CBI-র তরফ থেকে সামনে আনা হয়েছে রহস্যময় সেই বাড়ি থেকে উদ্ধার হওয়া জিনিসপত্রের তালিকা। শোনা যাচ্ছে, শাহজাহানের শাগরেদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র। তালিকায় রয়েছে, বিদেশী বন্দুক কার্তুজ থেকে শুরু করে পুলিশের ব্যবহৃত রিভলবারও‌। সেই সাথে পাওয়া গেছে শেখ শাহজাহানের আধার কার্ডসহ বেশ কিছু নথি।

Sandeshkhali

তারপর থেকেই প্রশ্ন উঠছে জনমানসে। ফের একবার ইডি হামলার স্মৃতি উস্কে দিচ্ছে এই ঘটনা। তবে কি এই অস্ত্রভাণ্ডারকে লুকিয়ে রাখতেই ইডির উপর হামলা করা হয়েছিল? হামলার পর সময় সুযোগ বুঝে নিরাপদ জায়গায় সরিয়ে ফেল হয় সেই সব অস্ত্র? এই সম্ভাবনাকে একেবারেই উড়িয়ে দিচ্ছেনা তদন্তকারী কর্মকর্তারা।

আরও পড়ুন: ইডেনে নাটক জারি, KKR উপড়ে ফেলল স্টার্ক কাঁটা! কারণে যা বললেন শ্রেয়াস…

প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার এই হামলা চলে শাহাজাহান ঘনিষ্ঠ আবু তায়েব মোল্লা নামের এক ব্যক্তির বাড়িতে। বাড়ির মেঝের ভেঙে উদ্ধার করা হয় ৭টি আগ্নেয়স্ত্র। যার মধ্যে ছিল ৩টি বিদেশী রিভলবার এবং ১টি দেশি রিভলবার। এছাড়াও পুলিশের ব্যবহৃত রিভালভারও পাওয়া গেছে আবু তায়েব মোল্লার বাড়িতে। এছাড়াও প্রায় ৩৫০টি কার্তুজ পেয়েছেন তদন্তকারী কর্মকর্তারা। সেই সাথে পাওয়া গেছে শাহজাহানের আধার কার্ড সহ একাধিক নথি

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর