বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনের মাঝে সন্দেশখালি থেকে উদ্ধার হয়েছিল অস্ত্রভাণ্ডার। শেখ শাহজাহান (Sheikh Shahjahan) ঘনিষ্ঠ এক ব্যক্তির আত্মীয়ের বাড়িতে হানা দিয়ে মিলেছিল প্রচুর আগ্নেয়াস্ত্র। বাজেয়াপ্ত করা সেই অস্ত্র নিয়ে সোমবার বসিরহাট আদালতে উপস্থিত হল সিবিআই (Central Bureau of Investigation)।
জানা যাচ্ছে, গত শুক্রবার সন্দেশখালি (Sandeshkhali) থেকে যে অস্ত্র বাজেয়াপ্ত হয়েছে সেটা নিয়ে আদালতে রিপোর্ট জমা দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একইসঙ্গে সিবিআই (CBI) সূত্রে জানা যাচ্ছে, তদন্তের খাতিরে সেই অস্ত্র নিজেদের হেফাজতে রাখার আর্জিও জানাবে তারা। এখানেই শেষ নয়, সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহানের বিরুদ্ধে এবার অস্ত্র আইন যোগ করার বিষয়েও ভাবনাচিন্তা করছে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা।
গত ২৬ এপ্রিল, রাতে দ্বিতীয় দফা নির্বাচনের দিন শাহজাহান ঘনিষ্ঠ এক ব্যক্তির আত্মীয় আবু তালেব মোল্লার বাড়িতে হানা দেয় সিবিআই। ঘণ্টার পর ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর সেখান থেকে উদ্ধার হয় প্রচুর অস্ত্রশস্ত্র। এরপর এনএসজি-কে খবর দেওয়া হয়। ‘ক্যালিবার’ দিয়ে গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালানো হয়।
আরও পড়ুনঃ বেআইনি নির্মাণ রুখতে বিরাট পদক্ষেপ কলকাতা পুরসভার! হাই কোর্টকে কোন রিপোর্ট দেবে KMC?
শুক্রবার আবু তালেব মোল্লার বাড়িতে এই তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি বন্দুক, কার্তুজ উদ্ধার করে সিবিআই। সেই সঙ্গেই সেখান থেকে পাওয়া যায় শাহজাহানের পরিচয়পত্র এবং কলকাতার একটি দোকান থেকে তাঁর নামে কেনা কার্তুজের রশিদ। সন্দেশখালির ‘বাঘে’র নামে অস্ত্রের লাইনেন্সও পান তদন্তকারীরা। কেন্দ্রীয় এজেন্সির সূত্রে জানা যাচ্ছে, সেদিন বাজেয়াপ্ত করা অস্ত্রশস্ত্রের মধ্যে শাহজাহানের ভাই আলমগিরের কেনা একটি অস্ত্রও ছিল।
সিবিআই সূত্রে খবর, শেখ শাহজাহানের সঙ্গে অস্ত্র কারবারের যোগসূত্র মিলেছে। জমি জবরদখল এবং কেনাবেচা করাই শুধু নয়, সেই টাকা বিদেশি অস্ত্র কারবারেও লাগাতেন তিনি। এই কারণেই সন্দেশখালির এই বহিষ্কৃত তৃণমূল নেতার বিরুদ্ধে এবার অস্ত্র আইন যোগ করতে পারে সিবিআই।
এদিকে সোমবার কলকাতার নগর দায়রা আদালতে হাজির করানো হয়েছিল শাহজাহানকে। সন্দেশখালি থেকে অস্ত্র উদ্ধার প্রসঙ্গে তাঁকে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা জিজ্ঞেস করলে তিনি কোনও উত্তর না দিয়ে হেঁটে চলে যান। অন্যদিকে সূত্রের খবর, ইডির আইনজীবী আজ আদালতে দাবি করেন, সন্দেশখালির বুকে শাহজাহান যে জমি জবরদখল করেছে তার টাকা দিয়ে তিনি অস্ত্রশস্ত্র কিনে থাকতে পারেন। শাহজাহানের স্ত্রী সহ পরিবারের সদস্যদের জেরা করে এই বিষয়ক তথ্য মিলেছে বলে জানা যাচ্ছে।