অত্যাধুনিক হবে দেশের ১৪৫০০ স্কুল, থাকবে উন্নত সুবিধাও! ‘পিএম শ্রী” যোজনায় মঞ্জুরি মোদী ক্যাবিনেটের

বাংলাহান্ট ডেস্ক : আজ বুধবার ৭ সেপ্টেম্বর ‘প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়া’ বা ‘পিএম-শ্রী’ (PM-SHRI) প্রকল্পে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই প্রকল্পের অধীনে গোটা দেশে প্রায় ১৪,৫০০ স্কুলকে পিএম-শ্রী স্কুল হিসাবে উন্নীত করা হবে।

এদিন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, ‘শিক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই সমগ্র শিক্ষা অভিযানের অধীনে ২.৯৪ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভা পিএম-শ্রী প্রকল্পকে অনুমোদন দিয়েছে।’ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয়-সহ ১৪,৫০০ বিদ্যালয়কে পিএম-শ্রী স্কুল হিসাবে পরিণত করার জন্য উন্নয়ন করা হবে।’

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক জানায়, ‘স্কুলগুলি তাদের নিজের এলাকাতেই একটি ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক এবং আনন্দদায়ক পরিবেশে উচ্চ-মানের শিক্ষা দেবে। যা বিভিন্ন পটভূমি, বিভিন্ন ভাষার এবং বিভিন্ন শিক্ষাগত ক্ষমতার শিশুদেরও সাহায্য করবে। শিক্ষায় তাদের সক্রিয় অংশগ্রহণকারী করে তুলবে।’ সূত্রের খবর এই স্কুলগুলিকে আধুনিক পরিকাঠামো সহ গবেষণাগার, স্মার্ট ক্লাসরুম, লাইব্রেরি, খেলাধুলার সরঞ্জাম, আর্ট রুম-সহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে সজ্জিত করা হবে। পাশাপাশি জল সংরক্ষণ, বর্জ্য পুনর্ব্যবহার এবং পাঠ্যক্রমে জৈব জীবনধারা যুক্ত করার মাধ্যমে ‘সবুজ বিদ্যালয়’ হিসাবেও গড়ে তোলা হবে স্কুলগুলিকে।

উল্লেখ্য, ৫ সেপ্টেম্বর, শিক্ষক দিবসেই এই স্কুল উন্নয়নের কথার ঘোষণা করেন প্রধানমন্ত্রী। টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘আজ, শিক্ষক দিবসে আমি একটি নতুন উদ্যোগ ঘোষণা করতে পেরে আনন্দিত – প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়া যোজনার অধীনে ভারত জুড়ে ১৪,৫০০টি স্কুলের উন্নয়ন করা হবে। এগুলি মডেল স্কুল হয়ে উঠবে যা জাতীয় শিক্ষা নীতির সম্পূর্ণ চেতনাকে প্রকাশ করবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘স্কুলগুলি এক একটি আবিষ্কার-ভিত্তিক, ব্যাবহারিক শিক্ষাদানের উপর জোর দেবে। আধুনিক প্রযুক্তি, স্মার্ট ক্লাসরুম, খেলাধুলা এবং আরও অনেক কিছু-সহ আধুনিক পরিকাঠামো গঠনেও লক্ষ্য দেওয়া হবে। জাতীয় শিক্ষানীতি সাম্প্রতিক বছরগুলোতে শিক্ষা খাতে পরিবর্তন এনেছে। আমি নিশ্চিত যে পিএম-শ্রী স্কুলগুলিতে ভারত জুড়ে লক্ষ লক্ষ শিক্ষার্থী উপকৃত হবে।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর