বাংলাদেশের বিদেশমন্ত্রী মাথায় বাজ! ভারতের প্রশংসা করায় খোয়াতে পারেন পদ

বাংলাহান্ট ডেস্ক : ভারতের (India) প্রশংসা করে বেশ বিপদে পড়লেন বাংলাদেশের (Bangladesh) বিদেশমন্ত্রী একে আবদুল মোমেন। পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়েছে যে তিনি পদও হারাতে পারেন বলে আশংকা করা হচ্ছে। এরই মধ্যে জল্পনা আরও বাড়িয়ে আওয়ামি লিগের সাধারণ সম্পাদক তথা সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মোমেনের মন্ত্রিত্ব থাকবে কি না, সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল মাত্র প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে হঠাৎ করেই বাদ পড়ে যান বিদেশমন্ত্রী মোমেন। তবে কূটনৈতিক পর্যায় এই বিষয় কোনও মন্তব্য করা হয়নি, তবে মোমেনের অনুপস্থিতি হঠাৎই বেশ কিছু জল্পনাকে উসকে দিয়েছে। বুধবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সম্মেলনে এই বিষয়ে এক প্রশ্নের উত্তরে কাদের বলেন, ‘বিদেশমন্ত্রী সব সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন এমন কোনও কথা নেই। ন‌রেন্দ্র মো‌দি এসে‌ছেন, তখন কি বিদেশমন্ত্রী সঙ্গে ছি‌লেন? বিদেশমন্ত্রীও তো মানুষ, একজন মানুষ অসুস্থও তো হতে পা‌রেন।’

এদিন ভারত নিয়ে বেফাঁস মন্তব্যের কারণে মোমেনকে সরিয়ে দেওয়া হচ্ছে কি না? এই প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, ‘তাঁর বাড়ি থে‌কে শু‌নে‌ছি তি‌নি কিছুটা অসুস্থ। এটা হ‌তেই পা‌রে। কিছুদিন আগে তাঁর হয়ত একটা স্লিপ হ‌য়ে‌ছে, কথাবার্তা বলায়, সেটার জন্য তার ম‌ন্ত্রিত্ব চ‌লে যা‌বে কি না, এটা বলার ক্ষমতা তো আমার নেই। এই এক্তিয়ার একমাত্র প্রধানমন্ত্রীর, তিনি চাইলে বাদ দি‌তে পা‌রেন। এ বিষ‌য়ে অন্য কারও কিছু বলার নেই, বললে সেটা হবে অতি কথন।’

প্রসঙ্গত আগস্ট মাসে বন্দরনগর চট্টগ্রামে জে এম সেন হলে জন্মাষ্টমী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, ভারত সরকারকে সেটা করার অনুরোধ করেছি। আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাঁকে টিকিয়ে রাখতে পারলে আমাদের দেশ উন্নয়নের দিকে যাবে এবং সত্যিকারের সাম্প্রদায়িকতামুক্ত, অসাম্প্রদায়িক একটা দেশ হবে।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর