বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যের পাঁচটি জেলায় ৪৪টি আসনে চলছে ভোটগ্রহণ। আর সেখান থেকেই উঠে আসছে একেরপর এক রাজনৈতিক হিংসার খবর। কোথাও প্রাণহানি ও তো কোথাও হামলা। সবমিলিয়ে চতুর্থ দফার ভোটগ্রহণ পর্ব হয়ে উঠেছে উত্তপ্ত। সেখানে একেরপর এক ভিডিও পোস্ট করে কেন্দ্রীয় বাহিনীকে কাঠগোড়ায় তুলছে শাসকদল তৃণমূল। উল্লেখ্য,কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে অনেক আগে থেকেই সরব হতে শুরু করেছে শাসকশিবির। এবার একাধিক ভিডিও পোস্ট করে অভিযোগ মাত্রা আরও বাড়ায় তৃণমূল।
তৃণমূলের (TMC) অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে প্রথমে গতকাল রাতে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে দেখা যাচ্ছে একদল লোক একটি ক্যাম্প অফিসের মত একটি জায়গা ভাংঙুর চালাচ্ছে। অবশ্য তাঁদের গায়ে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর পোশাক। তৃণমূলের তরফে তার ভিডিও পোস্ট করে অভিযোগ করা হয়, এটি বজবজের মায়াপুর এলাকার ঘটনা। যেখানে তৃণমূল কংগ্রেসের ক্যাম্প অফিস ভাঙচুর করছে কেন্দ্রীয় বাহিনী।
Men in camouflage or BJP goons?
SHOCKING visuals of Central Forces vandalising Trinamool Camps at Mayapur in Budge Budge Assembly!
At whose behest is this being done?@narendramodi ji, @AmitShah ji, @ECISVEEP @CEOWestBengal– EVERYONE must clarify this! pic.twitter.com/6LWl5Wx7ft
— All India Trinamool Congress (@AITCofficial) April 9, 2021
দ্বিতীয় ভিডিও পোস্ট করা হয় আজই দুপুর ১২টা নাগাদ, সেখানে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর (Central Force) পোশাক পরিহত একজন একটি যুবককে মারধর করছে। যদিও কেন ওই যুবককে মারধর করা হচ্ছে, তা বোঝা যাচ্ছে না ভিডিওর মাধ্যমে। তবে তৃণমূলের তরফে ওই ঘটনার ভিডিও পোস্ট করে অভিযোগ করা হয়, চুচুঁড়ার বলাগড়ের ঘটনা এটি। কার নির্দেশে গুন্ডা বাহিনীর মতন আচরণ করছে কেন্দ্রীয় বাহিনী?কেন ভোটারদের উপর আক্রমণ করছে কেন্দ্রীয় বাহিনী? বলেও প্রশ্ন করা হয়।
Men in camouflage or BJP goons?
SHOCKING visuals of Central Forces vandalising Trinamool Camps at Mayapur in Budge Budge Assembly!
At whose behest is this being done?@narendramodi ji, @AmitShah ji, @ECISVEEP @CEOWestBengal– EVERYONE must clarify this! pic.twitter.com/6LWl5Wx7ft
— All India Trinamool Congress (@AITCofficial) April 9, 2021
তারপর কিছুক্ষণ বাদেই আরও একটি ভিডিও পোস্ট করা তৃণমূলের অফিশিয়াল টুইটার পেজ থেকে। সেই ভিডিওটি হুগলির চণ্ডীতলার ঘটনা বলে জানানো হয়েছে। সেখানে দাবি করা হয়, কেন্দ্রীয় বাহিনী ভোটারদের ভয় দেখিয়ে বিজেপিতে ভোট দিতে বলছে। এই ভিডিও গুলিতে নির্বাচন কমিশন (Election Commission), মোদী (Modi) এবং অমিত শাহ (Amit Shah) কেও ট্যাগ করা হয়েছে।
বিভিন্ন সভা থেকে @MamataOfficial বার বার বলা সত্ত্বেও @ECISVEEP কর্ণপাত করেননি।
আজ আবারো আমরা দেখলাম, হুগলি জেলার চণ্ডীতলায় কেন্দ্রীয় বাহিনী ভোটারদের জোর করছে বিজেপিকে ভোট দিতে এমনকি কিছু ক্ষেত্রে গ্রামবাসীরা প্রতিবাদ করলে বলপ্রয়োগও করা হয়। pic.twitter.com/aKwj8rDHwy
— All India Trinamool Congress (@AITCofficial) April 10, 2021