ভোট মিটতেই খাস কলকাতায় গ্রেফতার কেন্দ্রীয় বাহিনীর জওয়ান! উঠল গুরুতর অভিযোগ

বাংলা হান্ট ডেস্ক: রক্ষক-ই ভক্ষক। এক মহিলাকে শ্লীলতাহানির (Molestation) অভিযোগে  আটক করা হল কেন্দ্রীয় বাহিনীর (Central Force) এক জওয়ানকে (Jawan)। কি গ্রেফতার করলো আটক করল চিতপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ভোটের ডিউটি সেরে রবিবার রাত আড়াইটে নাগাদ বারুইপুর থেকে ফিরছিলেন ওই জওয়ান। কিন্তু সেসময় তিনি মত্ত অবস্থায় ছিলেন।

ওই অবস্থায় তিনি নাকি আচমকাই বিটি রোডের পাইকপাড়া এলাকায় এক মহিলার বাড়িতে ঢুকে পড়েন। মহিলার দাবি, তার বাড়িতে ঢুকেই আচমকা তাঁর শ্লীলতাহানি করার চেষ্টা করেন ওই জওয়ান। তখন ভয় পেয়ে গিয়ে চিৎকার করে শুরু করে দেন ওই মহিলা। আর তার চিৎকার শুনে সঙ্গে সঙ্গে ছুটে আসেন আশেপাশের স্থানীয় বাসিন্দারা।

তারাই খবর দিয়েছিলেন পুলিশকে। খবর পেয়ে সেখানে পৌঁছে যায় চিৎপুর থানার পুলিশ-ও। এরপর স্থানীয় বাসিন্দারাই ওই জওয়ানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন ওই জওয়ানকে আটক করে পুলিশ। জানা গিয়েছে চিৎপুর থানার পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে।

তবে এই প্রথম নয় এর আগেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে উঠেছে শ্লীলতাহানির অভিযোগ। নির্বাচন চলাকালীন সময়েই পশ্চিম মেদিনীপুরের ডেবরায় তফসিলি জনজাতির এক মহিলাকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে।

আরও পড়ুন: ‘অতন্দ্র পাহারা দিতে হবে..,’ কীসের ভয় পাচ্ছেন অভিষেক? এবার বিরাট নির্দেশ তৃণমূল সেনাপতির

অভিযোগ ছিল ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডেবরার ১২৯ নম্বর চকসাহাপুর এলাকায় লোধা সম্প্রদায়ের এক গৃহবধূর বাড়িতে জল খাওয়ার নাম করে ঢুকে তাকে শ্লীলতাহানি করেছিল জওয়ান। অভিযুক্ত জওয়ানকে আটক করে তাঁকে হেফাজতে নিয়েছিলেন সংশ্লিষ্ট বাহিনীর ভারপ্রাপ্ত আধিকারিকেরা।

Central Force

এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে সেসময় ঘাটালের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেব বলেছিলেন, ‘ডেবরায় সিআরপিএফের বিরুদ্ধে একটি বাড়িতে ঢুকে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। যাঁরা আমাদের রক্ষক, যাঁরা ভোটটা করাবেন, সেই চৌকিদারদের বিরুদ্ধেই যদি শ্লীলতাহানির অভিযোগ ওঠে, তবে আমরা কোথায় আছি!’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর