ফ্রি-তে চিকিৎসা করাবে রাজ্য সরকার! ভোটের মুখেই জারি নির্দেশিকা, কারা পাবেন সুবিধা?

বাংলা হান্ট ডেস্কঃ শিয়রে লোকসভা নির্বাচন (Lok Sabha Election)। আগামী ১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। তার আগেই ভোটের ডিউটিতে বাংলায় আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জন্য বিরাট ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। সম্প্রতি স্বাস্থ্য দফতরের তরফ থেকে এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। জানানো হয়েছে, ভোটের ডিউটির জন্য রাজ্যে আসা ভিনরাজ্যের পুলিশ কিংবা আধা সামরিক বাহিনীর জওয়ানরা (Central Force) বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করানোর সুযোগ পাবেন।

নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য পুলিশের আধিকারিকরাও এই ‘ক্যাশলেস চিকিৎসা’র (Free Treatment) সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। ইভিএম ইঞ্জিনিয়ার এবং কেন্দ্রীয় বাহিনীর গাড়ির চালকরাও বেসরকারি হাসপাতালে ফ্রি-তে চিকিৎসার সুযোগ পাবেন। সম্প্রতি এই মর্মে তরফ থেকে ১৫৩টি হাসপাতালের তালিকাও প্রকাশ করা হয়েছে।

স্বাস্থ্য দফতর কর্তৃক প্রকাশিত এই তালিকায় ৮৪টি প্রথম সারির বেসরকারি হাসপাতালের (Private Hospital) নাম রয়েছে। রাজ্যের সকল জেলাশাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং পুলিশ সুপারের কাছে এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর। জানানো হয়েছে, লোকসভা নির্বাচনের পাশাপাশি রাজ্যের দু’টি বিধানসভা কেন্দ্রের নিরাপত্তাকর্মী এবং ভোট কর্মীরাও এই সুবিধা পাবেন।

আরও পড়ুনঃ ‘গ্রামে আগন্তুক এলে শঙ্খ-উলুধ্বনি দিয়ে আটকান’! কেন মহিলাদের এমন ‘টিপস’ দিলেন কুণাল?

উল্লেখ্য, রাজ্য জুড়ে ভোটের দামামা অনেকদিন আগেই বেজে গিয়েছে। পয়লা এপ্রিলই রাজ্যে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। বর্তমানে বাংলায় ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মজুত আছে। প্রথম দফার ভোটের আগে আরও কেন্দ্রীয় বাহিনী আসবে।

central force who are on duty for lok sabha election will get free treatment announces government of west bengal

এদিকে মার্চ মাসেই কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। কখনও তাঁদের নিষ্ক্রিয় করে বসিয়ে রাখা, কখনও আবার স্পর্শকাতর এলাকায় না নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনের তরফ থেকে এই প্রেক্ষিতে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শুক্রবার থেকে রোজ সকালে রাজ্যের কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ সংক্রান্ত তথ্য স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠাতে হবে, কমিশনের নির্দেশিকায় CRPF-কে এমনটা বলা হয়েছে। একইসঙ্গে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ সংক্রান্ত তথ্য ওয়েবসাইটেও আপলোড করা শুরু হয়েছে। এরপরেও যদি এই বিষয়ে কারোর কোনও অভিযোগ থাকে তাহলে তিনি নিজের জেলার নির্বাচনী আধিকারিকের কাছে সরাসরি অভিযোগ করতে পারবেন বলেও জানানো হয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর