বাংলা হান্ট ডেস্ক – ২০১৯ সালের লোকসভা ফলাফলের পর দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলাবাহুল্য আগের থেকে অনেক গুণ বেশি শক্তিশালী হয়ে দ্বিতীয়বার ক্ষমতায় এসেছে বিজেপি। ক্ষমতায় আসার পর এবার কেন্দ্রীয় সরকারি দফতরে কর্মী নিয়োগ করতে চলেছে মোদি সরকার।
সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে, ইপিএফও বিভাগে কর্মী নিয়োগ করা হবে এবং সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদেও কর্মী নিয়োগ করা হবে। শুধুমাত্র অনলাইনেই এই আবেদন করা যাবে। মোট চাকরির শূন্য পদ রয়েছে প্রায় ২০০০ এর কাছাকাছি। এই চাকরির আবেদনের জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন ও অন্যান্য বিষয় বিস্তারিত জানতে ইপিএফ এর ওয়েবসাইট www.epfo.gov.in ক্লিক করুন।