মুশকিল আসন! কলকাতা হাইকোর্টে আসছেন ‘এই’ ৩ নতুন বিচারপতি

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতার উচ্চ আদালতে (Calcutta High Court) বিচারপতিদের ঘাটতি রয়েছে বলে অভিযোগ জানিয়ে আগেই উস্মা প্রকাশ করেছিল আইনজীবী সংগঠনগুলি। ইতিমধ্যেই বেশ কিছুদিন ধরে এই বিষয়ে আলোচনা হয়েছে বিভিন্ন মহলে। এবার  সুপ্রিম কোর্টের কলেজিয়াম কলকাতা হাইকোর্টের বিচারপতিদের ঘাটতি পূরণ করতে নিয়ে নিল এক বড় সিদ্ধান্ত।

কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আসছেন তিনজন নতুন বিচারপতি

জানা যাচ্ছে,অবশেষে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আসছেন তিনজন নতুন বিচারপতি। তাঁরা হলেন স্মিতা দাস দে, ঋতব্রত কুমার মিত্র এবং ওম নারায়ণ রাই। কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টের নতুন বিচারপতি নিয়োগের জন্য ৫ জনের নাম সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। এরপর প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার সাথে আলোচনা করেই ওই তিন জনের নাম ঠিক করা হয়েছে। জানা যাচ্ছে ৫ জনের ওই তালিকায় ছিলেন আরও ২ জন আইনজীবী। তাঁরা হলেন, আইনজীবী তলয় মাসুদ সিদ্দিকি, কৃষ্ণরাজ ঠাকুর।

কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই নিয়োগের বিষয়টি জানিয়ে, লিখেছেন সুপ্রিম কোর্টের কলেজিয়াম পাঁচজন আইনজীবীর নাম সুপারিশ করার পর রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে এই তিনজনের নামে সবুজ সিগন্যাল দিয়েছেন। এঁরাই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হতে চলেছেন।

আরও পড়ুন: দিনভর হয়রানি! বিধায়কের সুপারিশেও, TMC কর্মীকে ভর্তি নেওয়া হল না সরকারি হাসপাতালে

প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে এসেছিল এক চাঞ্চল্যকর রিপোর্ট। যা থেকে জানা যায়, বিচারপতির শূন্য পদের নিরিখে শতাংশের বিচারে দেশে তৃতীয় স্থানে রয়েছে  কলকাতা হাইকোর্ট। আরও জানা যায় ২০২২ সালের পরে এই হাইকোর্টে আইনজীবীদের মধ্যে থেকে বিচারপতি নিয়োগে ছাড়পত্র দেয়নি কেন্দ্র। এরপর মোট ২৯টি শূন্যপদে বিচারপতি নিয়োগের জন্য আইজীবীরা গণস্বাক্ষর করে চিঠি পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে। একই দাবি জানানো হয়েছিল কেন্দ্রীয় আইনমন্ত্রীর কাছেও। তারপর অবশেষে মিলল সুখবর।

Calcutta High Court big decision about bail case hearing

প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের জনপ্রিয় বিচারপতি জয়মাল্য বাগচীর নতুন সফর শুরু হচ্ছে দিল্লিতে। রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি হয়েছে তাঁর এজলাসে। এবার তাঁর  সামনে রয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হওয়ার হাতছানি। তাই এবার, সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি হিসেবে বাংলা থেকে তাঁর বিদায় নেওয়ার পালা।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

X