বাংলা হান্ট ডেস্কঃ দেখতে দেখতে প্রায় শেষের পথে ২০২৪ সাল। বছর শেষেই এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এল বিরাট সুখবর। আবার এক ধাক্কায় মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়ছে সরকারি কর্মীদের। যা নিয়ে ইতিমধ্যেই আলোচনাও চলছে বিভিন্ন মহলে। নতুন বছরেই সরকারি কর্মীদের জন্য অপেক্ষা করছে বড় উপহার।
জানুয়ারিতেই বাড়বে ডিএ (Dearness Allowance)
জানা যাচ্ছে, বছর ঘুরতেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ডিএ (Dearness Allowance) নিয়ে আসবে বড় আপডেট। যার ফলে আবারও মহার্ঘ ভাতা বৃদ্ধি (DA Hike) পাওয়ার ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে। তাই আপাতত ডিএ বৃদ্ধির আশায় দিন গুণছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। তাহলে আসুন জানা যাক, আরও একবার ডিএ বাড়ার পর কেন্দ্রের কর্মচারীদের বেতন কত বাড়বে?
চলতি বছরেই অর্থাৎ ২০২৪ সালের জুলাই থেকেই ৩ শতাংশ হারে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের ডিএ (Dearness Allowance) বাড়ানো হয়েছে। যার ফলে বর্তমানে তাঁরা ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। সাধারণত নিয়ম মেনে প্রত্যেক ছ’মাস অন্তর ডিএ সংশোধন করে কেন্দ্রীয় সরকার। তাই ২০২৪ সালের জুলাই মাসের পর আবার ২০২৫ এর জানুয়ারিতে ৩ শতাংশ হারে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
যার ফলে উপকৃত হবেন দেশের এক কোটির বেশি সরকারি কর্মচারীও পেনশন ভোগীরা।জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এই নতুন মহার্ঘ ভাতা ২০২৫ সালের জানুয়ারি থেকে চালু করা হবে। যদিও প্রতিবারের মতো এবারও তা মার্চ মাসের দিকে অর্থাৎ দোলের সময় ডিএ ঘোষণা করা হতে পারে।
তাই ২০২৫ সালের জানুয়ারিতে ডিএ বাড়ার সম্ভাবনা রয়েছে। AICPI সূচকের তথ্য বলছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আবার ৩ শতাংশ হারে বৃদ্ধে পাবে। যার ফলে তাদের মহার্ঘ ভাতা পৌঁছাবে ৫৬ শতাংশে। হিসেব অনুযায়ী অক্টোবর পর্যন্ত AICPI সূচকের পরিসংখ্যান বেরিয়ে গিয়েছে। ইতিমধ্যেই নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে নজর দিলে দেখা যাবে কেন্দ্রীয় সরকারের কর্মীদের মহার্ঘ ভাতা মাত্র তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: ‘ওই দুই স্থায়ী বিচারপতি..,’ এবার মুখ খুললেন প্রাক্তন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কাদের নিশানা?
এখানে বলে রাখা ভালো, AICPI সূচক দেশের মুদ্রাস্ফীতি এবং পণ্যের পরিবর্তন সংক্রান্ত তথ্য ট্র্যাক করে থাকে। এখানে এখনও পর্যন্ত ২০২৪ সালের জুলাই,আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর পর্যন্ত পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। অক্টোবর পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য থেকে জানা যাচ্ছে সূচকটি ১৪৪. ৫ পয়েন্টে পৌঁছেছে। অন্যদিকে মহার্ঘভাতা ছুঁয়েছে ৫৫.০৫ শতাংশে।
কত বেতন বাড়বে?
সপ্তম বেতন কমিশনের স্পে স্কেল অনুযায়ী কেন্দ্রীয় সরকারের সরকারি কর্মচারীদের বেসিক বেতন সহ বছরে আরও ৬ হাজার ৪৮০ টাকা বেতন বাড়বে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যদি কোন একজন সরকারি কর্মচারীর মূল বেতন ১৮ হাজার টাকা হয় তাহলে মহার্ঘ ভাতা ৫৬ শতাংশ হওয়ার পর তিনি মাসে অতিরিক্ত ৫৪০ টাকা বেতন পাবেন।