পঞ্চায়েত ভোটের আগে রাজ্যকে বিরাট উপহার কেন্দ্রের! বাংলার শিক্ষাখাতে বরাদ্দ ২৬৫০ কোটি

Published On:

বাংলা হান্ট ডেস্ক : লক্ষ্য শুধুই উন্নয়ন। আর এই উন্নয়নের রাস্তায় রাজনীতি না-পসন্দ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। একাধিকবার এই কথা তাঁর মুখে শোনা গেছে। মুখ্যমন্ত্রীর কথা রেখে কাজ করে দেখাল কেন্দ্রীয় সরকারও। একশো দিনের টাকা, গ্রাম সড়ক যোজনার টাকা এখনও এসে না পৌঁছলেও শিক্ষাখাতে বাংলাকে মোদি সরকারের বিরাট উপহার। কেন্দ্র সরকার বাংলার শিক্ষাখাতে বরাদ্দ করল ২ হাজার ৬৫০ কোটি টাকা (Aid in Education)।

বাংলার শিক্ষা দফতরের জন্য বড় অঙ্কের অর্থ অনুমোদন করল কেন্দ্র। পঞ্চায়েত নির্বাচনের আগে কিছুটা হাঁফ ছেড়ে বাঁচবে রাজ্যের শাসক দল। ২০২৩–২৪ শিক্ষাবর্ষে সমগ্র শিক্ষা বিষয়ের জন্য ২ হাজার ৬৫০ কোটি টাকা মঞ্জুর করল বিজেপি সরকার। চলতি বছরের জুন মাস থেকে কিস্তির ভিত্তিতে টাকা জমা পড়বে।

এবার শিক্ষাখাতে বড় অঙ্কের টাকা বাংলার জন্য অনুমোদন করেছে কেন্দ্র। সমগ্র শিক্ষা মিশনে ২ হাজার ৬৫০ কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য আলাদা করে ২৪৮ কোটি টাকাও বরাদ্দ করেছে কেন্দ্র সরকার। স্কুলশিক্ষা দফতর সূত্রে জানা যাচ্ছে, সমগ্র শিক্ষা অভিযান খাতে বরাদ্দ টাকার মধ্যে ৬০ শতাংশ দেয় কেন্দ্রীয় সরকার। আর ৪০ শতাংশ টাকা দেয় রাজ্য সরকার। শুক্রবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনে সমগ্র শিক্ষা মিশনের অফিসারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে রাজ্য। সেই বৈঠকেই রাজ্যের পক্ষ থেকে বিস্তারিত প্রেজেন্টেশন দেওয়া হয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকে। তাতে সন্তুষ্ট হয় কেন্দ্র। আর এর পরই আর্থিক বরাদ্দ দেওয়ার বিষয় অনুমোদন দেওয়া হয়।

কবে আসবে শিক্ষাখাতের টাকা?‌ এদিকে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তার জন্য টাস্ক ফোর্স গঠন করেছে রাজ্য সরকার। আজ, শনিবার রাজ্যের কাছে শিক্ষাখাতে অর্থ অনুমোদনের সেই চিঠি এসে পৌঁছেছে। প্রাপ্য বকেয়া নিয়ে গত কয়েক মাস ধরে কেন্দ্র–রাজ্যের সংঘাত তীব্র হয়ে ওঠে। আগামী জুন মাসের মধ্যেই বরাদ্দ টাকার প্রথম কিস্তি বাংলায় এসে পৌঁছবে নয়াদিল্লি থেকে বলে সূত্রের খবর।

রাজ্যে মিড–ডে মিল কেমন চলছে তা নিয়ে কেন্দ্র–রাজ্য সম্মিলিত যৌথ পরিদর্শন দল আসে রাজ্যে। একাধিক জেলা পরিদর্শন করেন আধিকারিকরা। পরিদর্শন করে তাঁরা দিল্লি ফিরে গিয়ে মিড–ডে মিলের টাকা নিয়ে অডিট করার নির্দেশ দেওয়া হয়। তিন বছরের বরাদ্দ টাকার অডিট করার নির্দেশ দেওয়া হয়। রাজ্য তা পাঠিয়েও দেয়। যা দেখে সন্তুষ্ট কেন্দ্র।

X