পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ করা বাধ্যতামূলক! আবার ফিরছে পুরনো প্রথা 

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারের উদ্যোগে স্কুল শিক্ষায় আসছে বিরাট বদল। দীর্ঘ আলোচনার পর অবশেষে আবার ফিরতে চলেছে পুরনো প্রথা।  আগে স্কুল স্তরের পড়াশোনার ক্ষেত্রে চালু ছিল পাশ-ফেল প্রথা (Pass Fail System)। এবার পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে সেই পুরনো প্রথাই ফেরাতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে সোমবারেই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক।

ফিরছে পুরনো পাশ-ফেল প্রথা (Pass Fail System)

এই বিজ্ঞপ্তি অনুযায়ী এবার থেকে প্রত্যেক পড়ুয়াদের ক্লাস ফাইভ এবং ক্লাস এইটের পরীক্ষায় পাশ করা বাধ্যতামূলক। শিক্ষার অধিকার আইনে সংশোধনী এনেই এবার এই প্রথা (Pass Fail System) চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই নতুন বিজ্ঞতিতে আগের ‘নো ডিটেনশন পলিসি’ তুলে দিয়ে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বছর শেষের পরীক্ষায় পাশ করার পরই নতুন ক্লাসে ওঠার সুযোগ পাবে পঞ্চম ও অষ্টম শ্রেণির পড়ুয়ারা।

যদিও ফেল করলে সেই পড়ুয়ার জন্য থাকবে দ্বিতীয় সুযোগ। যদি কেউ এই ক্লাসের পরীক্ষায় পাশ করতে না পারে তাহলে দু’মাসের মধ্যে আরও একবার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে তাকে। তবে দ্বিতীয় পরীক্ষাতেও যদি সে পাশ (Pass Fail System) করতে না পারে তাহলে তাকে আরও একবার ওই একই ক্লাসে থেকেই পড়াশোনা করতে হবে। তবে যে পড়ুয়া পরীক্ষায় পাস করতে পারবে না তার দিকে বিশেষ নজর দেওয়ারও দায়িত্ব দেওয়া হয়েছে স্কুল গুলিকে।

আরও পড়ুন: বিপাকে রাহুল গান্ধী! এবার দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের প্রশ্নের মুখে কংগ্রেস নেতা

একইসাথে অভিভাবকদের ডেকেও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে পড়ুয়াদের শিক্ষায় কোথায় সমস্যা তৈরি হচ্ছে তা খুঁজে বার করতে হবে শিক্ষকদেরই। আর সেই সাথে সম্মানের সাথে তাদের শেখাতে হবে। তবে জানা যাচ্ছে, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের এই প্রস্তাব দেশের সমস্ত কেন্দ্রীয় সরকারি স্কুলগুলিতেই লাগু করা হবে।

Pass Fail System

তবে রাজ্য সরকারি স্কুলগুলি এই প্রস্তাব গ্রহণ করবে কিনা সে ব্যাপারে তারাই সিদ্ধান্ত নেবে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত প্রসঙ্গে শিক্ষাবিদ অভীক  মজুমদার জানিয়েছেন শিক্ষাবিদদের এই নিয়ে নতুন করে ভাবা দরকার। তিনি মনে করেন অনেক সময় পড়ুয়ারা ফেল করলে শিশু শ্রমিকে পরিণত হয়। তাই শিক্ষার মূল স্রোত থেকে পড়ুয়াদের সরিয়ে দেওয়া উচিত নয় বলেই মনে করেন তিনি।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর