জাস্ট দুটো সপ্তাহ! ৫ লাখ ব্যক্তি নাম লেখাল কেন্দ্রের এই প্রকল্পে! দেখুন, কীভাবে আবেদন করবেন আপনি

বাংলাহান্ট ডেস্ক : প্রবীণ নাগরিকদের জন্য কেন্দ্রের (Central Government) তরফে আয়ুষ্মান যোজনার পরিধি সম্প্রসারিত করার পর মিলল আশাতীত সাফল্য। মাত্র ২ সপ্তাহে আয়ুষ্মান ভারতের (Ayushman Bharat Yojana) জন্য আবেদন করেছেন প্রায় ৫ লক্ষ প্রবীণ নাগরিক। সপ্তাহ দুয়েক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭০ বছর ও তার ঊর্ধের নাগরিকদের জন্য ঘোষণা করেন AB-PMJAY-এর।

কেন্দ্রের (Central Government) প্রকল্পে বেনজির সাফল্য

ন্যাশনাল হেলথ অথরিটি তথ্য দিয়ে জানিয়েছে, প্রকল্প বাস্তবায়নের পর ৫ লক্ষেরও বেশি প্রবীণ নাগরিক আবেদন জানিয়েছেন। সেগুলির মধ্যে ৪.৬৯ লাখ আবেদন মঞ্জুর করা হয়েছে। ২০১৮ সালে মোদি সরকার দেশের ৫৫ কোটি দরিদ্র মানুষের জন্য নিয়ে আসেন বিশ্বের বৃহত্তম স্বাস্থ্যবিমা প্রকল্প আয়ুষ্মান ভারত যোজনা। এই প্রকল্পের অধীনে বাৎসরিক ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা দেওয়া হয়ে থাকে প্রতিটি পরিবারকে।

আরোও পড়ুন : মোহনবাগানে আচমকাই হানা দিল সেনা, ভেঙে ফেলা হল মার্চেন্ডাইজ কিয়স্ক! সামনে এল কারণ

ন্যাশনাল হেলথ অথরিটির (National Health Authority) তথ্য অনুযায়ী, মধ্যপ্রদেশ (১.৬৬ লাখ) থেকে এসেছে সর্বাধিক আবেদন। তারপর রয়েছে কেরালা (১.২৮ লাখ), উত্তরপ্রদেশ (৬৯,০৪৪) এবং গুজরাট (২৫,৪৯১)। এক উচ্চপদস্থ কর্মকর্তার কথায়,  “আমরা সমস্ত রাজ্যের সাথে আইইসি (তথ্য, শিক্ষা, যোগাযোগ) উপাদান ভাগ করেছি। এই তথ্য জনগণের কাছে পৌঁছানোর সাথে সাথে আমরা নিশ্চিত যে আরও বেশি সংখ্যক প্রবীণ নাগরিক এতে অংশ নেবেন।”

Central Government

কেন্দ্রের (Central Government) এই প্রকল্পে আবেদন করার জন্য ভিজিট করতে হবে www.beneficiary.nha.gov.in ওয়েবসাইটে অথবা আয়ুষ্মান অ্যাপে।  ই-কেওয়াইসি সম্পন্ন করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আধার কার্ডের মাধ্যমে সুবিধাভোগীর বয়স এবং বসবাসের স্থানের প্রমাণ দিতে হবে। আবেদন জানানোর পর সেটি মঞ্জুর হলে অনলাইনে ডিজিটাল আয়ুষ্মান কার্ড ডাউনলোড করা যাবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর