বাংলাহান্ট ডেস্কঃ লকডাউনের মধ্যেও মদপ্রেমীদের (Alcohol) জন্য দুঃসংবাদ নিয়ে এল কেন্দ্র। আগামী ৩ রা মে পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে মদের দোকান, সাফ জানিয়ে দিল কেন্দ্র। লকডাউনে (Lockdown) মদের দোকান খোলা থাকবে না। আসামে মদের দোকান খোলার অনুমতি দেওয়ায় সেখানে লাইন পড়ে গেছিল। সিকেয় উঠেছিল সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ। তাই কেন্দ্র সরকার ঠিক করেছে লকডাউনের মধ্যে আর খোলা হবে না মদের দোকান। সরকারের এই সিদ্ধান্তে দেশের একাংশের মানুষ মনে করেন এতে সরকারের অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়বে।
কিছুদিন আগেই রাজ্য বিজেপির তরফ থেকে আসামে লকডাউনের মধ্যেও মদের দোকান খলার নির্দেশ দেওয়া হয়েছিল। অনুমতি নিয়ে দোকান খোলার সাথে সাথেই মদের দোকানে লম্বা লাইন পড়ে যায়। সামাজিক দূরত্বের নির্দেশকে অমান্য করে গায়ে গায়ে দাঁড়িয়ে পড়ে লোকজন। এই চিত্র দেখে বুধবার কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা নির্দেশিকায় সাফ জানিয়ে দেওয়া হয়, লকডাউন চলাকালীন আগামী ১৯ দিন সম্পূর্ন বন্ধ থাকবে মদের দোকান।
সরকারের এই নির্দেশে একংশের মানুষ আবার বিরুদ্ধাচারণও করেছেন। তাঁদের দাবী, সরকারের রাজস্ব আদায়ের একটা বড় অংশ আসে মদের ব্যবসা থেকে। এখন এই দুর্বল অর্থনৈতিক পরিস্থিতিতে সরকার যদি এই ব্যবসা বন্ধ করে দেয়, তাহলে সরকার অর্থনৈতিক দিক থেকে আরও দুর্বল হয়ে পড়বে। পুরোপুরি বন্ধ না করে সরকার নিয়ন্ত্রিভাবে মদের দোকান খোলা রাখতে পারত বলে মনে করেন তারা। আবার তারা আরও জানায়, দোকান বন্ধ থাকার ফলে এখন চোরাকারবারি বেড়ে যাবে। দোকান বন্ধ থাকায় মদপ্রেমী মানুষেরা এখন গোপনে চোরা পদ্ধতিতে মদ কিনবে।
অন্যদিকে নর্থ ব্লকের কর্তারা জানিয়েছেন, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্যই দেশে লকডাউন অবস্থার জারী করা হয়েছে। আর এই সময় যদি তা না মেনে অনেক মানুষ একত্রিত ভাবে মদের দোকনে লাইন দেয়, তাতে সংক্রমণের মাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থেকে যায়। আর এমনিতেও অর্থনৈতিক ক্ষতি যা হওয়ার, তা হয়ে গেছে। তাই এখন নাগরিকদের সুরক্ষার কথা ভেবে সরকারের এই সিদ্ধান্ত গ্রহণ যুক্তিযুথ।