বাংলা হান্ট ডেস্ক: এখনকার দিনে আমাদের দেশে অত্যন্ত জরুরী একটি পরিচয় পত্র হল আধার কার্ড (Aadhar Card)। এই কার্ডে থাকা ১২ সংখ্যার নম্বর ছাড়া কার্যত অসম্পূর্ণ থেকে যায় সমস্ত রকম জরুরি কাজ। তাই সরকারই হোক কিংবা বেসরকারি, যে কোন গুরুত্বপূর্ণ কাজ সারতে আধার কার্ড এখনকার দিনে বাধ্যতামূলক। তাই আধার কার্ড ছাড়া মাঝ পথেই থমকে যেতে পারে যে কোন জরুরী কাজ।
এবার এই আধার কার্ড নিয়েই এক বড় আপডেট দিল কেন্দ্র সরকার (Central Government)। এতদিন পর্যন্ত আধার কার্ড আপডেট করার সময়সীমা ধার্য করা হয়েছিল ১৪ ই জুন পর্যন্ত। কিন্তু এবার এই সময়সীমা বাড়িয়ে করা হলো চলতি বছরের আগামী সেপ্টেম্বর পর্যন্ত। এখনকার দিনে প্রত্যেক ভারতীয় নাগরিকের কাছেই ১২ সংখ্যার আধার নম্বর খুবই জরুরি একটি নথি।
অনেকেই হয়তো জানেন না এই আধার ডিজিটগুলি ভারতীয় নাগরিকদের তাঁদের বায়োমেট্রিক ও ডেমোগ্রাফিক ডেটার ভিত্তিতে দেওয়া হয়ে থাকে৷ এখনকার দিনে ছোট থেকে বড় যে কাজেই আধার তথ্য থাকা বাধ্যতামূলক। তা সে ব্যাঙ্ক অ্যাকউন্ট হোক কিংবা গ্যাস কানেকশন বর্তমানে সমস্ত রকমের সরকারি ও আর্থিক লেনদেনের জন্য আধার নম্বর থাকা আবশ্যক৷
কীভাবে আপডেট করবেন আধার?
আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যাঁরা এখনও আধার কার্ড আপডেট করাননি। কিন্তু বর্ধিত এই সময়সীমার মধ্যে আগামী দিনেও যদি তারা আধার কার্ড আপডেট না করেন তাহলে কিন্তু মাঝপথেই আটকে যাবে একাধিক জরুরি কাজ।তবে বিগত কয়েক দিন ধরেই আধার কার্ড আপডেট নিয়ে নানান ভুয়ো খবর ছড়াচ্ছে। অনেকেই ভাবছেন নির্দিষ্ট সময়ের মধ্যে আধার কার্ড আপডেট না করালে তা হয়তো বাতিল হয়ে যাবে।
আরও পড়ুন: কোনো লিখিত পরীক্ষা ছাড়াই কলকাতা মেট্রোয় চাকরি! বেতন কত, যোগ্য কারা?
আসলে তা নয় সাময়িক ভাবে হয়তো আধার সংক্রান্ত জরুরি কাজ আটকে থাকবে। তবে আধার কার্ড আপডেট করার পর তা কিন্তু পুনরায় আগের মতোই কাজ করবে। আসলে এমন অনেকেই আছেন যাদের আধার কার্ডের বয়স ১০ বছর। আর বিগত ১০ বছরে তারা আধার কার্ডে কোনও আপডেট করেননি ৷
তাই এবার সমস্ত আধার কার্ড হোল্ডারদের UIDAI বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করার সুবিধা দিচ্ছে ৷ মাই আধার পোর্টাল (myAadhaar) থেকে যে কেউ নিজের আধার কার্ড আপডেট করার সুবিধা পাবেন ৷ এইভাবে অনলাইনে বিনামূল্যে ডেমোগ্রাফিক ডেটা আপডেট করা যাবে৷ তবে,ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের মতো বায়োমেট্রিক আপডেট করার জন্য ব্যবহারকারীদের আধার সেন্টারে যেতে হবে ৷