বাংলা হান্ট ডেস্কঃ জুন মাসে সম্পন্ন হয়েছে ২০২৪ লোকসভা নির্বাচন। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ফের একবার কেন্দ্রে সরকার (Central Government) গড়েছে এনডিএ। শরিক দলগুলির সমর্থন নিয়ে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছেন নরেন্দ্র মোদী। তারপরেই এদেশের চাকরিজীবীদের জন্য বিরাট উদ্যোগ নেওয়া হল বলে খবর। এর ফলে বেসরকারি কর্মীদের মুখেও হাসি ফুটতে পারে বলে জানা যাচ্ছে।
চাকরিজীবীদের জন্য কেন্দ্রের (Central Government) নয়া উদ্যোগ!
শীঘ্রই সংসদে ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে পারে। সেই বাজেটেই চাকরিজীবীদের ‘সুখবর’ দিতে পারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। জানা যাচ্ছে, এবার প্রভিডেন্ট ফান্ড সম্বন্ধিত নয়া পরিকল্পনা গ্রহণ করেছে কেন্দ্র। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (Employees’ Provdent Fund Organisation) এবার কর্মীদের বেতন সীমা বৃদ্ধি করতে পারে।
বিগত প্রায় এক দশক ধরে এই সীমা ১৫,০০০ টাকা রয়েছে। তবে এবার শোনা যাচ্ছে, এক ধাক্কায় সেই সীমা বাড়িয়ে ২৫,০০০ টাকা করে দেওয়া হতে পারে। রিপোর্টে দাবি করা হয়েছে, ইতিমধ্যেই শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের তরফ থেকে ইতিমধ্যেই প্রভিডেন্ট ফান্ডের (Provident Fund) জন্য চাকরিজীবীদের বেতন সীমা বাড়ানো নিয়ে একটি প্রস্তাব তৈরি করা হয়েছে।
আরও পড়ুনঃ ‘৩ সপ্তাহের মধ্যে…’! ভোট পরবর্তী হিংসা ইস্যুতে CBI-কে চরম নির্দেশ সুপ্রিম কোর্টের, তোলপাড় বাংলা!
উল্লেখ্য, এই মুহূর্তে যদি কোনও চাকরিজীবীর বেতন ১৫,০০০ টাকা হয়ে থাকে তাহলে তাঁকে এই স্কিমে যোগদান করতে হয়। এক্ষেত্রে আপনি যে সংস্থায় চাকরি করেন, সেই সংস্থা আপনার বেতনের একটি অংশ কেটে নেয় এবং সম পরিমাণ অর্থ তাঁরাও দেয়। এই টাকা সংশ্লিষ্ট কর্মীর ইপিএফও অ্যাকাউন্টে জমা পড়ে। এবার প্রভিডেন্ট ফান্ডেই কেন্দ্র (Central Government) বড় পরিবর্তন আনতে পারে বলে শোনা যাচ্ছে।
উল্লেখ্য, ১৯৫২ সালের ১ নভেম্বর থেকে ১৯৫৭ সালের ৩১ মে অবধি প্রভিডেন্ট ফান্ডের সীমা ছিল ৩০০ টাকা। এরপর ধাপে ধাপে তা বাড়তে বাড়তে এসে দাঁড়িয়েছে ১৫ হাজার টাকায়। ২০১৪ সালের ১ সেপ্টেম্বর থেকে এই সীমা চলছে। এবার শোনা যাচ্ছে, প্রায় এক দশক পর সেই সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজেটের দিন কী হয়, আপাতত সেদিকেই নজর সকলের।