এবার হাঁফ ছেড়ে বাঁচবে ভারতীয়রা! বাজেটে Tax’য়ে মিলতে পারে বড় ছাড়, ইঙ্গিত কেন্দ্রীয় সরকারের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আগামী বাজেটে মধ্যবিত্তদের জন্য আসতে পারে বড় স্বস্তির খবর। জানা যাচ্ছে, ১৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত আয়ে আয়কর ছাড়ের ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার (Central Government)। কেন্দ্রীয় অর্থমন্ত্রী আগামী কেন্দ্রীয় বাজেটে করছাড়ের প্রস্তাব আনতে পারেন বলে জানা যাচ্ছে।

বাজেট নিয়ে কেন্দ্রীয় সরকারের (Central Government) প্ল্যান 

রয়টার্স সূত্রে খবর, মূল্য বৃদ্ধির বাজারে অর্থনীতিকে চাঙ্গা করতে এমন সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার (Central Government)। নতুন কর ছাড়ের ঘোষণা হলে নিঃসন্দেহে স্বস্তি পাবেন লক্ষ লক্ষ মধ্যবিত্ত। দৈনন্দিন কেনাকাটা করতে যাদের পকেট পুড়ছে তাদের জন্য স্বস্তির খবর আসতে পারে আগামী বাজেটেই (Budget)।

Central Government

নয়া কর জামানায় ৫-২০ শতাংশ কর প্রদান করতে হয় বার্ষিক ৩ লক্ষ টাকা থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে। তার উপরে দিতে হয় ৩০ শতাংশ কর। ২০২০ সালের নতুন কর জমানাকে বেছে নিলে এই কর সুবিধা পাবেন কর দাতারা। বর্তমানে ভারতীয়দের জন্য চালু রয়েছে দুই ধরনের কর ব্যবস্থা।

আরোও পড়ুন : ‘পান্ডিত্য করলেই রাজনৈতিকভাবে…’ সোহমের মন্তব্য ঘিরে তৃণমূলে বিরাট হইচই

পুরনো কর ব্যবস্থায় ছাড় পাওয়া যায় বাড়িভাড়া ও বিমার প্রিমিয়ামে। ২০২০ সালের নয়া কর ব্যবস্থায় তাতে তেমন কর ছাড়ের বন্দোবস্ত নেই। রয়টার্স সূত্রে খবর, নাম প্রকাশে অনিচ্ছুক এক উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা জানিয়েছেন, কর ছাড়ের ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার (Central Government)।

These 8 rules related to tax have changed.

 

বিষয়টি নিয়ে এখনো আলোচনা চলছে। যদি সেই পরিকল্পনা বাস্তবায়িত হয় তাহলে তার প্রতিফলন দেখা যাবে আগামী ১লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশের দিন। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির জেরে বাজার করতে গিয়ে নাভিশ্বাস উঠছে আমজনতার। এই অবস্থায় সরকার চাইছে অতিরিক্ত পরিমাণ কর ছাড় দিয়ে দেশের বাজারে বিক্রি বাড়াতে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X