বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে ভোট বাক্সে ঝড় তুলতে বিজেপির অন্যতম ‘হাতিয়ার’ ছিল সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ। যদিও এবারের নির্বাচনে বাংলায় চমকপ্রদ ফলাফল করতে পারেনি গেরুয়া শিবির। তবে মতুয়া অধ্যুষিত দুই আসনেই বাজিমাত করেছে তারা। বাংলার সার্বিকভাবে ভালো ফলাফল না হলেও, বনগাঁ এবং রানাঘাট- দুই কেন্দ্রেই এবার পদ্ম ফুটেছে। এই আবহে শোনা গিয়েছিল, সংশোধিত নাগরিকত্ব আইনের জন্য আবেদনের প্রক্রিয়া সরলীকরণের সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার (Central Government)। এখন শোনা যাচ্ছে, ইতিমধ্যেই এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে।
সিএএ নিয়ে কী পদক্ষেপ নিল কেন্দ্র (Central Government)?
সংশোধিত নাগরিকত্ব আইন রুলের ১এ শিডিউল অনুসারে, আবেদনকারী ব্যক্তি অথবা তাঁর পূর্বপুরুষ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা সংখ্যালঘু এটা প্রমাণ করার জন্য নির্দিষ্ট নথি জমা করতে হয়। উক্ত শিডিউলে এমন ৯টি নথির তালিকা দেওয়া রয়েছে। তবে রিপোর্ট বলছে, এবার তার সঙ্গে জুড়েছে ‘ইত্যাদি’।
জানা যাচ্ছে, যদি নির্দিষ্ট ৯টি নথি নাও থাকে তাহলেও সিএএ-র (CAA) আবেদনে অসুবিধা হবে না। সেক্ষেত্রে যে সরকারি আধিকারিক নথি যাচাই করছেন, তাঁর সিদ্ধান্তের ভিত্তিতে আবেদনকারী ব্যক্তির আর্জি গৃহীত হতে পারে। এছাড়া ধর্মীয় প্রমাণ হিসেবে স্থানীয় প্রসিদ্ধ কোনও ধর্মীয় প্রতিষ্ঠান অথবা মন্দিরের পুরোহিতের থেকে শংসাপত্র জমা করলেই হবে বলে খবর।
আরও পড়ুনঃ ১০০০-১২০০ অতীত! এবার মিলবে ৩০০০ টাকা! দেশবাসীর জন্য দুর্দান্ত প্রকল্প কেন্দ্রের
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আবহে গোটা দেশ জুড়ে কার্যকর হয় সিএএ (Citizenship Amendment Act)। ভোটের মধ্যে এই সিদ্ধান্ত মোদী সরকারের ‘মাস্টারস্ট্রোক’ বলেছিলেন অনেকে। বাংলাতেও এই নিয়ে তুমুল চর্চা হয়েছিল। যদিও সিএএ-র প্রভাব ভোটবাক্সে তেমন চোখে পড়েনি। বরং উনিশের লোকসভা ভোটে নিজেদের হারানো জমি পুনরুদ্ধার করে তৃণমূল।
এদিকে আবার সম্প্রতি বাংলাদেশে হাসিনা সরকারের পতন হয়েছে। পড়শি দেশ থেকে অনেকে এদেশে আসার চেষ্টা করছেন, সীমান্তে বাড়ছে ভিড়। এই আবহে জানা গেল, সংশোধিত নাগরিকত্ব আইনে নথির কড়াকড়ি শিথিল করার পথে হাঁটল কেন্দ্র (Central Government)। স্বাভাবিকভাবেই এই বিষয়টি নিয়ে শুরু হয়েছে চর্চা।