রোমের পর এবার নেপালেও না, ফের মমতার পথের কাঁটা হয়ে দাঁড়াল কেন্দ্র

বাংলাহান্ট ডেস্কঃ ক্রমশ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) বিদেশ বাধা হয়ে দাঁড়াচ্ছে কেন্দ্র। কিছুতেই তাঁকে বিদেশ সফরে যেতে দিচ্ছে না কেন্দ্র সরকার। রোমের নিমন্ত্রণে মুখ্যমন্ত্রীকে যাওয়ার অনুমতি না দেওয়ার পর, এবার বাঁধ সাধল পড়শি দেশ নেপালের (nepal) ক্ষেত্রেও। সম্মানিত আমন্ত্রণ পেলেও, মুখ্যমন্ত্রীকে যেতে দিল না কেন্দ্র সরকার।

নেপালি কংগ্রেসের চতুর্দশ কনভেনশন উপলক্ষ্যে পড়শি দেশ থেকে নিমন্ত্রণ পেয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২৬ শে নভেম্বর নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা চিঠি লিখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন আন্তর্জাতিক কনভেনশন ও সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির বৈঠকে। কিন্তু মুখ্যমন্ত্রীর মত থাকলেও, চিঠি লিখে নবান্নকে ‘না’ জানিয়ে দিল কেন্দ্র সরকার।

1606453947 5fc08abbac046 mamata banerjee

নেপাল থেকে নিমন্ত্রণ আসার পরই রাজ্যের পক্ষ থেকে তা জানানো হয়েছিল কেন্দ্রকে। আর নেপাল যেহেতু পড়শি দেশ, সেইজন্য বিদেশমন্ত্রকের দিকে তাকিয়ে ছিল রাজ্য। কিন্তু অনুষ্ঠান ১০-১২ ই ডিসেম্বর হলেও, কেন্দ্রের দিক থেকে সেরকম কোন উত্তর না আসায়, মুখ্যমন্ত্রী সেই সফরকে একপ্রকার বাতিলই করে দেন। পরে অবশেষে জানা যায়, কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে নবান্নে। তবে এই বিষয়ক চিঠি গেলেও, সেখানে ‘না’ লেখা হয়েছে সফর নিয়ে।

এই ঘটনার পরবর্তীতে তৃণমূলের অভ্যন্তরে আলোচনা শুরু হয়েছে, আন্তর্জাতিক স্তরে বাংলার মুখ্যমন্ত্রীর গুরুত্ব উপলব্ধি করেই তাঁর নেপাল সফর বাতিল করেছে কেন্দ্র সরকার। আন্তর্জাতিক স্তরে মমতার গুরুত্ব বাড়তে দিতে চায় না বিজেপি সরকার।

সূত্রের খবর, এই নিমন্ত্রণ সম্পর্কে থাকা কেন্দ্রের কিছু প্রশ্নের উত্তরও দিয়েছিল রাজ্য। কিন্তু তা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর কাঠমান্ডু সফরের নিরাপত্তা ও অভ্যন্তরীণ কারণে এই সফরে সম্মতি দেয় না কেন্দ্র সরকার।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর