ধর্ষণে অভিযুক্ত নিত‍্যানন্দের হিন্দু রাষ্ট্র গঠন করা নিয়ে গুঞ্জন, পাসপোর্ট বাতিল কেন্দ্রের

বাংলাহান্ট ডেস্ক: ধর্ষণে অভিযুক্ত স্বঘোষিত গডম্যান নিত‍্যানন্দের পাসপোর্ট বাতিল করল কেন্দ্র। গত ৬ ডিসেম্বর সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের তরফে বিষয়টি জানানো হয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার বলেন, “আমরা ওর পাসপোর্ট বাতিল করেছি। নতুন পাসপোর্টের আবেদনও গ্রহণ করা হবে না।’ সম্প্রতি নেট দুনিয়ায় নিত‍্যানন্দের একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওয় তাকে বলতে শোনা যায়, “আমি পরম শিব। আমাকে কেউ ছুঁতে পারবে না।” এ প্রসঙ্গে রবিশ কুমার জানান, ভিডিওটি কোথা থেকে  আপলোড করা হয়েছে তা খুঁজে পাওয়া খুব একটা সহজ নয়, আর এটা বিদেশমন্ত্রকের কাজও নয়। তবে তারা এই বিষয়ে অন্যান্য রাষ্ট্রকে জানিয়েছেন বলে জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র। তিনি আরও বলেন একটি ওয়েবসাইট তৈরি করা ও একটি রাষ্ট্র গঠন করা দুটো এক নয়।

images 5 10
কিছুদিন আগেই গুঞ্জন উঠেছিল সম্পূর্ণ নিজের একটি হিন্দু রাষ্ট্র বানাচ্ছে স্বঘোষিত গডম্যান নিত্যানন্দ। রিপোর্টে জানা যায়, ইকুয়েডরে একটি দ্বীপ কিনেছে সে। দ্বীপটির নাম রেখেছে কৈলাস। একই নামের একটি ওয়েবসাইটও শুরু করে নিত‍্যানন্দ। সেই সাইটে প্রকাশিত হয় নিত্যানন্দের রাষ্ট্রের পতাকার ছবিও। ওয়েবসাইটে আরও বলা হয় একটি সীমানা বিহীন হিন্দুরাষ্ট্র তৈরি হতে চলেছে। সারা বিশ্বের যে যে রাষ্ট্রে হিন্দুরা নিজেদের ধর্ম পালনে অক্ষম তাদের নিয়ে তৈরি হবে এই রাষ্ট্র। জানা যায়, পতাকার পাশাপাশি একটি সরকারও গঠন হতে চলেছে এই রাষ্ট্রের।
তবে ইকুয়েডরের দ্বীপ কিনে হিন্দু রাষ্ট্র গঠনের তথ্য সম্পূর্ণ অস্বীকার করে ভারতে অবস্থিত ইকুয়েডরের দূতাবাস। তাদের তরফে জানানো হয় নিত‍্যানন্দকে জমি কিনতে কোনও রকম সাহায্য করেনি ইকুয়েডর সরকার।
২০১৮ সালের জুনে কর্ণাটকের এক আদালতে নিত‍্যানন্দের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের হয়। সেই মামলায় জামিন পেয়ে সে পালিয়েছে বলে দাবি করে গুজরাট পুলিশ। এছাড়াও নিত্যানন্দের বিরুদ্ধে শিশু অপহরণ ও তাদের কাজে লাগিয়ে বেআইনিভাবে টাকা রোজগারের অভিযোগও রয়েছে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর