বাংলা হান্ট ডেস্ক: এর আগে জনস্বাস্থ্যের একাধিক ক্ষেত্রে বারবার কেন্দ্রকে অসহযোগিতা করার অভিযোগ উঠেছে তৃণমূল সরকারের (TMC) বিরুদ্ধে। এবারও তার অন্যথা হল না ডেঙ্গি মোকাবিলাতেও রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলল কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের মশাবাহিত রোগ প্রতিরোধ বিভাগকে ডেঙ্গি সংক্রান্ত কোনও তথ্য দেয়নি পশ্চিমবঙ্গ সরকার, এমনটাই অভিযোগ তুলল কেন্দ্র।
কেন্দ্রের আরও অভিযোগ, পশ্চিমবঙ্গই দেশের একমাত্র রাজ্য, যারা কেন্দ্রীয় সরকারকে এই সম্পর্কে কোনও তথ্য দেয়নি। এই নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার বলেন, ‘মানুষ কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে নির্বাচিত করেছে তাদের সেবা করার জন্য। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ডেঙ্গি সংক্রান্ত কোনও তথ্য কেন্দ্রীয় সরকারকে পাঠায়নি। অথচ দেশের অন্য সমস্ত রাজ্য সেই তথ্য নির্দিষ্ট পোর্টালে আপলোড করেছে। কেন্দ্রীয় সরকার রাজ্যকে ডেঙ্গি (Dengue) এবং ম্যালেরিয়া (Malaria) মোকাবিলায় অর্থ বরাদ্দ করে।’
মশাবাহিত রোগ নিয়ে গবেষণা করে কেন্দ্রীয় সংস্থা সেন্টার ফর ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম। এই সংস্থার বিজ্ঞানীরা দেশে মশাবাহিত রোগ প্রতিরোধে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকেন। এমনকী এই সংস্থার তরফে রাজ্যগুলিকে মশা নিধনের জন্য টাকাও দেওয়া হয়। ওই সংস্থার তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, সমস্ত রাজ্যের ডেঙ্গি পরিসংখ্যান রয়েছে। শুধুমাত্র নেই পশ্চিমবঙ্গের তথ্য। তার জায়গায় লেখা NR বা নট রিসিভ্ড।
তবে এবারই প্রথম নয়, ২০১৮ এবং ২০১৯ সালেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন্দ্রীয় সরকারকে ডেঙ্গি-ম্যালেরিয়া সম্পর্কিত কোনও তথ্য পাঠায়নি বলে অভিযোগ।
এই নিয়ে তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya) বাংলা হান্ট-কে বলেন, ‘ঠিক পথে তথ্য আদৌ চাওয়া হয়েছে কিনা, সেটা দেখার দরকার। রাজ্য সরকার তো নিজেই বলছে রাজ্যে কত জন আক্রান্ত বা কতজনের মৃত্যু হয়েছে। মনে হচ্ছে কোনও ত্রুটির কারণে এমনটা হয়েছে।’