ইন্টারনেট অতীত! সিম ছাড়াই ফোনে চলবে ভিডিও, দেখা যাবে TV! অবিশ্বাস্য প্রযুক্তি আনছে কেন্দ্র

বাংলাহান্ট ডেস্ক : লাগবে না সিম বা ওয়াইফাই কানেকশন, ইন্টারনেট ছাড়াই দেখা যাবে ভিডিও। এমনকি উপভোগ করা যাবে শত শত টিভি চ্যানেল। আগে থেকে ডাউনলোড করে রাখতে হবে না ভিডিও। ডেটা ছাড়াই সরাসরি ‘স্ট্রিম’ হবে পছন্দের ভিডিও। ভারতের টেলিযোগাযোগ মন্ত্রক এবং প্রসার ভারতী একযোগে এমন যুগান্তকারী প্রযুক্তি আনার তোড়জোড় শুরু করেছে।

‘ডিটুএম’ (D2M) পরিষেবা নিয়ে উদ্যোগী কেন্দ্র

সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি এই প্রযুক্তির নাম দেওয়া হয়েছে ‘ডিটুএম’ (D2M)। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল, ভারতের বেশকিছু শহরে পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তি শীঘ্রই নিয়ে আসতে চলেছে সাংখ্য ল্যাবস এবং আইআইটি কানপুর। ‘ডিটুএম’ (D2M) প্রযুক্তির সম্পূর্ণ অর্থ ‘ডিরেক্ট টু মোবাইল’ (Direct to Mobile)। এই প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফোনে সিম কার্ড বা ইন্টারনেট কানেকশন ছাড়াই চলবে ভিডিও।

D2M

এমনকি টিভিতেও দেখা যাবে পছন্দের চ্যানেলও।কেন্দ্রীয় সরকারের তরফে গত জুন মাসে একটি শ্বেতপত্র প্রকাশ করে জানানো হয় আইআইটি কানপুর, প্রসার ভারতী এবং টেলিকমিউনিকেশন ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে কীভাবে কাজ করবে  ‘ডিটুএম’ প্রযুক্তি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, টেলিকমিউনিকেশন পরিকাঠামো এবং নির্দিষ্ট স্পেকট্রাম ব্যবহার করে সরাসরি মোবাইল ফোনে পাঠানো হবে সিগন্যাল। 

আরোও পড়ুন : ভরা মঞ্চে দাঁড়িয়ে নিজের দেশের বদনাম! ভারতে আর শো করবেন না, জানিয়ে দিলেন দিলজিৎ

ফোনের ‘রিসিভার’ সেই সংকেত গ্রহণ করার পর স্ক্রিনে ফুটিয়ে তুলবে ভিডিও। কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফে এই প্রযুক্তির জন্য ৪৭০-৫৮২ মেগাহার্ৎজ়ের স্পেকট্রাম সংরক্ষণ করার কথাও জানানো হয়। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, নতুন এই প্রযুক্তির ফলে ‘ডিটুএম’-এ এসে যাবে ভিডিয়ো ট্র্যাফিকের ২৫ থেকে ৩০ শতাংশ।

Direct to Mobile D2M Technology in India 860x484 2

যার ফলে অনেকটাই হালকা হবে 5G। ডিজিটাল বিপ্লবের সাথে সাথে দেশে বৃদ্ধি পাবে কনটেন্ট স্বাধীনতা। গতি বাড়বে সাধারণ ইন্টারনেটের। বাফরের সমস্যাও কমবে অনেকটা। গত বছর পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তি শুরু করা হয় বেঙ্গালুরু, দিল্লির কর্তব্য পথ এবং নয়ডায়। এবার আগামী দিনে গোটা দেশে কবে এই যুগান্তকারী প্রযুক্তি চালু হয় সেটাই দেখার।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর