বাংলা হান্ট ডেস্কঃ দেখতে দেখতে ক্যালেন্ডারে শুরু হয়ে গিয়েছে নতুন বছর। ২০২৪ সালকে বিদায় জানিয়ে সকলেই স্বাগত জানাচ্ছেন নতুন বছর ২০২৫ কে। এরই মধ্যে দেশের সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) অর্থাৎ মহার্ঘভাতা নিয়ে এসে গেল নতুন আপডেট। যা থেকে নতুন বছরেই লক্ষীলাভ হওয়ার বিরাট সম্ভাবনা তৈরী হয়েছে। জানা যাচ্ছে, এবার নতুন বছরে একলাফে ৩ শতাংশ হারে মহার্ঘ্যভাতা বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাই নতুন বছর ২০২৫-এর আগমনের সাথে সাথই হতে পারে বিরাট লক্ষ্মী লাভ।
সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) নিয়ে বড় আপডেট কেন্দ্রের
সূত্রের খবর, সব ঠিক থাকলে ২০২৫ সালের জানুয়ারিতেই আবার বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance)। গত বছরের অক্টোবর মাসেই কেন্দ্রের মোদি সরকার ৩ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করার কথা ঘোষণা করেছিল। তারপরেই এক লাফে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে হয়েছে ৫৩ শতাংশ। এবার মনে করা হচ্ছে, বাড়তে থাকা মূল্য বৃদ্ধির ওপর ভিত্তি করে তিন শতাংশ হারে আবার ডিএ বাড়াতে পারে কেন্দ্রীয় সরকার।
অক্টোবর মাসেই AICPI সূচক বেড়ে পৌঁছে গিয়েছিল ১৪৪.৫ শতাংশে। জানা যাচ্ছে এই বৃদ্ধি হলে লাভ হবে সরাসরি কর্মী ও পেনশন ভোক্তাদেরও। কারণ একইসাথে বেতন বাড়বে তাঁদেরও। এখন প্রশ্ন হল এক্ষেত্রে কত টাকা বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের? উদাহরণ হিসাবে বলা যেতে পারে, যদি কোনো কেন্দ্রীয় সরকারি কর্মীর নূন্যতম বেতন হয় ১৮ হাজার টাকা তাহলে এই নতুন ডিএ (Dearness Allowance) বৃদ্ধির পর তিনি অতিরিক্ত আরও ৫৪০ টাকা পাবেন।
আরও পড়ুন: ‘মাতাল হয়ে..,’ অভিজিৎ-কে গালিগালাজ, মারধর বাবুলের? দ্বিতীয় হুগলি সেতুতে তোলপাড়
কোনো কেন্দ্রীয় সরকারি কর্মীর যদি মাসিক বেতন হয় ২ লক্ষ ৫০ হাজার টাকা তাহলে সেক্ষেত্রে তিনি ৭৫০০ টাকা বেশি পাবেন। ডিএ বৃদ্ধির পর টাকা বাড়বে কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত পেনশনভোগীদেরও। এক্ষেত্রে এই টাকার পরিমাণ ২৭০ থেকে ৩ হাজার ৭৫০ টাকা পর্যন্ত হতে পারে।
বহুদিন ধরেই এই দিয়ে বৃদ্ধি নিয়ে আলোচনা চলছে সরকারি মহলে। আলোচনা করা হচ্ছে বিভিন্ন সরকারি দপ্তরেও। যদিও অষ্টম বেতন কমিশন এখনই হচ্ছে না বলেই জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত উল্লেখ্য, দিন কয়েক আগেই সংসদে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পংকজ চৌধুরীকে এই অষ্টম বেতন কমিশন নিয়ে সরব হতে শোনা গিয়েছিল।