আবেদন করলে ১৫ লক্ষ টাকা পেতে পারেন আপনিও, বড় সিদ্ধান্ত মোদী সরকারের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য কৃষি বিল আনলেও এ নিয়ে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছে মোদী সরকারকে (Modi Government)৷ কারণ এই বিল মেনে নিতে পারেননি অনেক কৃষকই। তাদের মনে হয়েছে এর দ্বারা বেসরকারি মান্ডির হাতে চলে যাবে সমস্ত ব্যবস্থা। যার জেরে প্রতিবাদ হয়েছে দিল্লির রাস্তা জুড়ে। এবার কৃষকদের জন্য আরও একটি বড় সিদ্ধান্ত নিল মোদী সরকার। যার জেরে আবেদন করলেই কৃষকরা হাতে পাবেন ১৫ লক্ষ টাকা।

জানা গিয়েছে, খুব শীঘ্রই আসতে চলেছে কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প পিএম কিষান এফপিও যোজনা (PM Kisan FPO Yojana) ৷ যার শুভসূচনা হয়েছে আজই। এবার এই প্রকল্পের মাধ্যমে ১৫ লক্ষ টাকা সরাসরি পৌঁছে দেওয়া হবে কৃষকদের হাতে। এই প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে ১১ জন কৃষকের একটি করে সংস্থা তৈরি করা হবে। সেই সংস্থাকেই টাকা পৌঁছে দেবে সরকার। যাতে কৃষকরা কৃষি সম্পর্কিত বিভিন্ন উপকরণ, সার, বীজ ইত্যাদি কিনতে পারেন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিন বছরের কিস্তিতে এই টাকা পৌঁছে দেওয়া হবে কৃষকদের কাছে। এর জন্য ২০২৪ সাল অবধি ৬৮৮৫ কোটি টাকা খরচ করতে চলেছে কেন্দ্র সরকার। মোদী সরকার বারবারই কৃষকদের আয় দ্বিগুণ করার কথা বলে আসছে। এই প্রকল্প লাগু হলে সে ক্ষেত্রে অনেকটাই অগ্রসর হতে পারবে ভারত, অন্তত এমনটাই মত অর্থনৈতিক পর্যবেক্ষকদের।

তবে প্রকল্পের সূচনা হলেও এই প্রকল্পের সুবিধা পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে কৃষকদের। জানানো হয়েছে এক্ষেত্রে নিবন্ধন এখনো শুরু হয়নি। তবে দ্রুত নাম নথিভুক্তকরণ শুরু করবে কেন্দ্র সরকার। যাতে কৃষকরা দ্রুত এই প্রকল্পের সুবিধা লাভ করতে পারেন।

সম্পর্কিত খবর

X