হঠাৎ পেনশনের নিয়মে বিরাট বদল! লোকসভার আগেই যুগান্তকারী সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার

বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন লোকসভা নির্বাচন (Loksabha Election)। এই আবহেই পেনশনের নিয়মে বড়সড় বদল আনল কেন্দ্রীয় সরকার (Central Government)। ২০২৪ লোকসভা ভোটের আগেই পেনশন (Pension) নিয়ে বিরাট সিদ্ধান্ত নিল কেন্দ্র। মূলত সরকারি মহিলা কর্মীদের জন্য পদক্ষেপ করেছে কেন্দ্র। যার প্রভাব পড়বে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের (Government Employee) ওপর।

কেন্দ্র সরকারের ডিপার্টমেন্ট অফ পেনশনস অ্যান্ড পেনশনার্স ওয়েলফেয়ার-র তরফে ঘোষণা করা হয়েছে, এবার থেকে সরকারি মহিলা কর্মীরা বা মহিলা পেনশন গ্রাহকরা তাদের স্বামীর পরিবর্তে ফ্যামিলি পেনশন গ্রহণের ক্ষেত্রে নিজের সন্তানকে নমিনি করতে পারবেন। অর্থাৎ পারিবারিক পেনশনের জন্য নিজের পুত্র বা কন্যাকে নমিনি করার অনুমতি দিয়েছে কেন্দ্র। সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়।

উল্লেখ্য, পূর্বে ফ্যামিলি পেনশন শুধু মাত্র জীবীত স্ত্রী বা স্বামীকে ও তার সন্তানরা পেত। কর্মীর স্ত্রী বা স্বামীর মৃত্যর পর পর পরিবারের বাকিদের ওই পেনশন দেওয়া হত। কেন্দ্র তরফে জানানো হয়েছে এই নিয়মকে বদল করার জন্য কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ পেনশন অ্য়ান্ড পেনশনার্স ওয়েলফেয়ার সেন্ট্রাল সিভিল সার্ভিস (পেনশন) রুল, ২০২১কে সংস্কার করেছে। এর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব সুদূরপ্রসারী বলেই মনে করা হচ্ছে।

কেন্দ্রের নয়া নিয়মের ফলে মহিলা সরকারি কর্মী বা পেনশনাররা ফ্যামিলি পেনশনের জন্য স্বামীর পরিবর্তে যোগ্য সন্তান / সন্তানদের নমিনি পারবেন। পেনশন ও পেনশনার্স কল্যাণ বিভাগ (ডিওপিপিডাব্লু) কেন্দ্রীয় সিভিল সার্ভিস (পেনশন) বিধি, ২০২১-এ সংশোধনী অনুযায়ী মহিলা সরকারি কর্মচারী বা পেনশনভোগীরা মৃত্যুর পর স্বামীর পরিবর্তে তাদের যোগ্য সন্তান/সন্তানদের পারিবারিক পেনশন দিতে পারবেন।

Pension-gratuity can be deducted for these government employees

আরও পড়ুন: ‘লজ্জা হচ্ছে…’, বিচারপতি গঙ্গোপাধ্যায় ও সেনের মধ্যেকার সংঘাত নিয়ে যা বললেন প্রধান বিচারপতি

যে সমস্ত দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা রয়েছে সেখানে এমন ধরনের নিয়ম মহিলা সরকারি কর্মীকে অনেকাংশে সুবিধা দিতে পারে বলে মনে করা হচ্ছে। এই নয়া নিয়মের কথা ঘোষণা করে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, সমস্ত সেক্টরে কর্মরত মহিলাদের সমস্ত রকমের সুবিধা প্রদান করতে এবং মহিলারা যাতে নিজেদের অধিকার থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই নরেন্দ্র মোদী সরকার এই নয়া নীতি গ্রহণ করেছে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর