১০০ দিনের প্রকল্পে বাংলার জন্য বরাদ্দ শূন্য! কেন্দ্র বনাম রাজ্যের সম্পর্কে বেনজির ঘটনা

বাংলা হান্ট ডেস্কঃ একশ দিনের প্রকল্প হোক কিংবা আবাস যোজনা, কেন্দ্রের বিরুদ্ধে বারবার বঞ্চনার অভিযোগ এনে সরব হয়েছে পশ্চিমবঙ্গ (West Bengal) রাজ্য সরকার। অন্যদিকে টাকা দেওয়া বন্ধ করার কারণ হিসেবে কেন্দ্রের তরফ থেকে রাজ্যের বিরুদ্ধে বারবার তোলা হয়েছে দুর্নীতির অভিযোগ। এই কারণেই এই গোটা একটা আর্থিক বছরে ১০০ দিনের কাজের জন্য এক টাকাও পায়নি বাংলা।

পশ্চিমবঙ্গ (West Bengal) বাসীকে বঞ্চিত করছে কেন্দ্র

দুর্নীতির অভিযোগ তুলে চলতি আর্থিক বছরের বাজেটে বাংলার জন্য এই খাতে কোন বরাদ্দই করেনি কেন্দ্র। তবে সামনেই আসতে চলেছে আরও একটি বাজেট। আর মাত্র একমাস পরেই সেই বাজেট পেশ করা হবে। অথচ এখনও পর্যন্ত রাজ্যের (West Bengal) জন্য ১০০ দিনের প্রকল্পে বরাদ্দের ব্যাপারে কোন উচ্চবাচ্য করছে না কেন্দ্রীয় সরকার। এমনকি রাজ্য সরকারের সঙ্গে এখনও পর্যন্ত এক্সিকিউটিভ কমিটিও কোনো বৈঠকে বসেনি।

১০০ দিনের কাজে কোন রাজ্যের চাহিদা কত বেশি? কত কর্মদিবস তৈরি হতে পারে তা বোঝার জন্যই কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রকের এক্সিকিউটিভ কমিটি রাজ্যের সঙ্গে বৈঠক করে থাকে। ওই বৈঠকের পরেই তারা বরাদ্দের প্রস্তাব দেন। তবে এবছর এখনও  পর্যন্ত সেই বৈঠক হয়নি বলেই পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর।  আর এতেই সিঁদুরে মেঘ দেখছেন অনেকে। কারণ কেন্দ্র এবং রাজ্যের এই বৈঠক না হলে ১০০ দিনের প্রকল্পে পশ্চিমবঙ্গের (West Bengal) জন্য কোনো বরাদ্দ হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

যা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় বেনজির ঘটনা হতে পারে। তবে বাংলায় (West Bengal) এই প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দেওয়া কতটা যুক্তিযুক্ত তা নিয়ে আগেও বিভিন্ন তর্ক বিতর্ক চলেছে। সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত অনেকেই মনে করছেন এইভাবেই কৌশলে বাংলার জন্য বরাদ্দ কমাচ্ছে কেন্দ্র। আসলে বাংলায় আগে কাজের চাহিদা সবচেয়ে বেশি ছিল। তাই  সব থেকে বেশি টাকা বরাদ্দ করা হত এখানে। কাজের চাহিদাও ছিল সবচেয়ে বেশি। তৈরি হয়েছে সবচেয়ে বেশি কর্মদিবসও।

আরও পড়ুন: ‘২০২৫ সালের ১ জানুয়ারি থেকে DA..,’ চলছে মহার্ঘ ভাতা মামলা, এরই মাঝে সামনে বড় আপডেট

তাই দুর্নীতির অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের জন্য সরকারি প্রকল্পের অর্থ বরাদ্দ বন্ধ রেখেছে কেন্দ্র। আর এইভাবে রাজ্যকে টাইট দিতে গিয়ে কেন্দ্রীয় সরকার আদতে বঞ্চিত করেছেন রাজ্যের প্রান্তিক অসহায় দরিদ্র মানুষগুলিকে। বলা হচ্ছে, এইভাবেই বহু প্রান্তিক মানুষের কাজের অধিকার কেড়ে নিয়েছে মোদি সরকার। ২০১৮-১৯ আর্থিক বছরে ১০০ দিনের প্রকল্পে বাংলা থেকে কাজ পেয়েছিল ৪৩ লক্ষ্য ৯২ হাজার পরিবার।

West Bengal

সেইসময় এই প্রকল্পে রাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছিল হাজার কোটি টাকার বেশি। কিন্তু তারপরে ধীরে ধীরে ভাঁটা পড়ে যায়। এই প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যের জন্য বরাদ্দ বন্ধ করে দিয়েছে কেন্দ্র। এই প্রকল্পের পুরনো বকেয়া রয়েছে ৭ হাজার কোটি টাকা। আর কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া হিসেবে পাওনা রয়েছে মোট ৮২ কোটি টাকা। এইসব পাওনা টাকা মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে গিয়ে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সাথে। কিন্তু তার পরেও এখনও বরফ গলেনি, নিজেদের পাওনা টাকা এখনও পায়নি বাংলা।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর